Main Menu

Wednesday, March 7th, 2018

 

গন্ধভাদালি উৎকট গন্ধে ভরা লতা

পরিচিতি: এই গাছের প্রচলিত নাম গাঁদাল বা গন্ধভাদালি বা গন্ধভাদুলি বা গন্ধভাদাল। এটি ভারতের প্রায় সব প্রদেশেই কম বেশি পাওয়া যায়। এটি দেখতে লতানো গাছ। সচরাচর দেখা যায় অপর গাছ অথবা বাগানের বেড়ায় বেয়ে উঠতে। তবে জনপদে যত্র তত্র যে হয়ে আছে এটাও নয়। তবে সাধারণভাবে এটি লাগানো হয়ে থাকে। এ ছাড়াও এটি মধ্য ও পূর্ব হিমালয়ে পাঁচ হাজার ফুট উচ্চতার মধ্যেও দেখা যায়। এর লতাপাতায় উৎকট বিষ্ঠার মতো গন্ধ হয়; সেইজন্য এর একটি নাম ‘পুতিগন্ধা’। বর্ষাকালেই তার বাড় বাড়ন্ত বেশি হয়ে থাকে। শরতে ফুল ফুটতে শুরু করে এবং মাসেরRead More