You cannot copy content of this page
আপনি যা পড়ছেন

গন্ধভাদালি উৎকট গন্ধে ভরা লতা

পরিচিতি: এই গাছের প্রচলিত নাম গাঁদাল বা গন্ধভাদালি বা গন্ধভাদুলি বা গন্ধভাদাল। এটি ভারতের প্রায় সব প্রদেশেই কম বেশি পাওয়া যায়। এটি দেখতে লতানো গাছ। সচরাচর দেখা যায় অপর গাছ অথবা বাগানের বেড়ায় বেয়ে উঠতে। তবে জনপদে যত্র তত্র যে হয়ে আছে এটাও নয়। তবে সাধারণভাবে এটি লাগানো হয়ে থাকে।

Top