আমি দুরন্ত বৈশাখী ঝড়

আমি দুরন্ত বৈশাখী ঝড়

তুমি যে বহ্নিশিখা,

মরণের ভালে এঁকে যাই মোরা

জীবনের জয়টিকা।।

মোদের প্রেমের দীপ্ত দীপক রাগে
দিকে দিকে ঐ সুপ্ত জনতা জাগে;
মুক্তি আলোকে ঝলমল করে

আঁধারের যবনিকা।।

দু’শো বছরের নিঠুর শাসনে

গড়া যে পাষাণবেদী

নতুন প্রাণের অঙ্কুর জাগে

তারই অন্তর ভেদি।

তোমার আমার পূণ্য মিলন ব্রতে
আশার কমল ফোটে অশ্রুর স্রোতে,
নব ইতিহাস রচিব গো মোরা

মুছি কলঙ্ক লিখা।।

 

অন্তঃটীকা: কমল দাশগুপ্ত এই গানটিতে সুরারোপ করেছিলেন। কণ্ঠ দিয়েছিলেন জগন্ময় মিত্র।

আরো পড়ুন:  জেগে আছি একা

Leave a Comment

error: Content is protected !!