বলেছিলে তুমি তীর্থে আসিবে আমার তনুর তীরে, তুমি আসিলে না

বলেছিলে তুমি তীর্থে আসিবে আমার তনুর তীরে, তুমি আসিলে না, আশার সূর্য ডুবিল সাগর-নীরে হচ্ছে প্রণব রায়ের লেখা একটি আধুনিক বাংলা গান। গানটি ১০ লাইনের মাঝারি আকারের আধুনিক বাংলা প্রেমের গান। গানটির প্রথম রেকর্ডিং-এর সুরকার এবং শিল্পীর নাম জানা যায়নি। পরবর্তীতে ফিরোজা বেগমসহ আরো বেশ কিছু শিল্পী গানটি রিমেক করেন। গানটি প্রেমের প্রশস্তিমূলক, এবং গানের কথাগুলো নিজেকে প্রেমের কাছে সমর্পিত করার। গানটি হয়ে উঠেছে এক অনবদ্য গান।

গানটি সুধীর চক্রবর্তী সংকলিত ও সম্পাদিত প্যাপিরাস কলকাতা প্রকাশিত প্রথম প্রকাশ ১ বৈশাখ ১৩৯৪ আধুনিক বাংলা গান গ্রন্থে প্রকাশিত রয়েছে।

গানের কথা

বলেছিলে তুমি তীর্থে আসিবে আমার তনুর তীরে।
তুমি আসিলে না, আশার সূর্য ডুবিল সাগর-নীরে।।

চলে যাই যদি, চিরদিন মনে
তোমার সে-কথা রহিবে স্মরণে,
শুধু সেই তব কথার লাগিয়া হয়তো আসিব ফিরে।।

শুধু সেই আশে হয়তো এ তনু মরণে হবে না লীন
পথ চেয়ে চেয়ে, তব নাম গেয়ে বাজাব বিরহ-বীণ।

হেরো গো, আমার যাবার সময় হ’ল
তোমার সে-কথা মিথ্যা হবে না বলো,
কোন শুভক্ষণে নিমেষের তরে জড়াবে কন্ঠ ঘিরে।।

Leave a Comment

error: Content is protected !!