
ছিল চাঁদ মেঘের ওপারে বিরহীর ব্যথা লয়ে
বাঁশরীর সুর হয়ে কে গো আজ ডাকিল তারে, ছিল চাঁদ…
ধরণীর ধুলি থেকে চামেলি এসে কহে ডেকে
এস প্রিয় আমারই দ্বারে——ছিল চাঁদ
চাঁদ কহে সুদূরে আমি মোর প্রেম জোছনা সে কেঁদে মরে তব বাসে
ওগো ফুল কেমনে নামি —- চাঁদ কহে সুদূরে আমি
চামেলি কহিল তবে আমি যাই দূর নহি
ঝরিল সে ঝরিল পথের ধারে, ছিল চাঁদ… …
টিকা: গানটির সুর করেন হিমাংশু দত্ত এবং শিল্পী ছিলেন অনুপ ঘোষাল