ধন্য আমি জন্মেছি মা

ধন্য আমি জন্মেছি মা তোমার ধূলিতে,

আমার জীবন-মরণে তোমায় চাই না ভুলিতে।

আমি তোমার তরে স্বপ্ন রচি আমার যত গান,

তোমার কারণেই দেব জীবন বলিদান

ওগো জন্মভূমি মা গো মা –

মাটি তোমার সোনা খাঁটি মাঠে সোনার ধান,

ক্ষেত খামারে, কলে খাটে কোটি সোনার প্রাণ।

তবু নিজভূমে পরবাসী হায় রে দিনমান।

মাগো তোমার পানে চেয়ে যায় –

 

হিমালয় আর নিদ্রা নয়,

কোটি প্রাণ চেতনায় বরাভয়,

জাগো ক্রান্তির হয়েছে সময়,

আনো মুক্তির খরবন্যা ।।

 

তোমারই সন্তান মোরা তোমারই সন্তান,

তুচ্ছ বিভেদ-বিষে কত হয়েছি হয়রান।

তখন দেখিনি মা ঘরে ঘরে কেঁদে কাটাও কাল,

আর গোপনে মরণ কাটে সর্বনাশের খাল।।

ওগো জন্মভূমি মা গো মা-

 

আজ তোমার ঘরে শিশুর হাসি মায়ের যত প্রাণ,

বন্ধ্যা-মাটি না-ফোটা প্রেম অগীত সব গান

দিয়েছে ডাক এবার মোরা পেলাম সমাধান

মাগো সবার মিলন-মোহানায় –

 

আমাদের দেশ আমার মাটি

ক্ষেত খামারে কলে আমরা খাটি

আমাদের দেশে যা কিছু খাঁটি

হবে সবার পরশে ধন্যা ॥

 

গানটি ইউটিউবে শুনুন

আরো পড়ুন:  কোনো এক গাঁয়ের বধুর

Leave a Comment

error: Content is protected !!