You cannot copy content of this page
আপনি যা পড়ছেন
মূলপাতা > শিল্প > সঙ্গীত > দুখের রাতের ঘোর তমসা ভেদি

দুখের রাতের ঘোর তমসা ভেদি

দুখের রাতের ঘোর তমসা ভেদি

স্বাধীনতা দিবস এলো যে ফিরে।

শহীদের মৃত প্রাণ শোন করে আহবান

করাঘাত হানে তব দ্বারে।।

 

জাগো জাগো জাগো জাগো দেশবাসি

শৃঙ্খলিতা ভারত মাতা কাঁদে মুক্তিপিয়াসি,

রুদ্ধদুয়ারে স্বপন শিখরে এখনও কি রবে ঘুমঘোরে।।

 

ভারত জাতির যত স্বপ্ন কামনা

অর্ধশতকের মুক্তি সাধনা

শ্মশান চিতায় হয় যে বিলীন

ক্ষুধিতের ক্রন্দন হাহাকারে।।

 

মুমূর্ষু বাংলার এ দুঃখতাপ

হত দেশপ্রেমে করে অভিশাপ

ঘুচাও এ লজ্জা, ঘুচাও এ পাপ,

জাগ্রত একতার হাতিয়ারে।।

আরো পড়ুন:  তেলেঙ্গানা তেলেঙ্গানা তেলেঙ্গানা তেলেঙ্গানা
হেমাঙ্গ বিশ্বাস
সিলেট জেলার হবিগঞ্জ মহকুমার চুনারুঘাট উপজেলার মিরাসি গ্রামে জন্ম নেয়া হেমাঙ্গ বিশ্বাস বাংলা গণসংগীতের জননন্দিত মহাযোদ্ধা। তিনি একজন বাঙালি সঙ্গীতশিল্পী, কবি, লেখক এবং সুরকার। মূলত লোকসঙ্গীতকে ভিত্তি করে গণসঙ্গীত সৃষ্টির ক্ষেত্রে তাঁর অবদান বাঙালির ইতিহাসে অবিস্মরণীয়।  “হেমাঙ্গ বিশ্বাসের গান” এবং "শঙ্খচিলের গান” তাঁর গানের দুটি সঙ্কলন।

Leave a Reply

Top