ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও, বাঁশী আল্লাহ’র দোহায়

ও…ও বাঁশী
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও
বাঁশী আল্লাহ’র দোহায়
এই পরানের বিনিময় তোমার পরান দিও বাশী
আল্লাহ’র দোহায়…

ও…ও বাঁশী
বানের টানে টানে আইসো আমার পাণে
মধু লাগাইও মনে মজিও পানের গুনে আসিও।।
আমার রঙ্গে পানের রঙ্গে রাঙ্গা হইও বাঁশী
আল্লাহ’র দোহায়…

ও…ও বাঁশী
ঘাটে আসিও পিড়ি পেতে দেব পাশে বসাব
মুখেতে পান দিব দিব রে
অন্যের হাতের পান ছাইড়া
আমার হাতের পান খাইয়ো ……

ও…ও বাঁশী
নাহি পান পানি দিনের পাখানি আছে
জগতে জানি আসিও গুল মনি আসিও
কোন রসেতে ডুইবা তুই দিনের অধিকারী
দিনের অধিকারী হইও…

আরো পড়ুন:  আমার গানের স্বরলিপি লেখা রবে পান্থপাখির কুজন কাকলি ঘিরে

Leave a Comment

error: Content is protected !!