ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে ঢেউ খেলিয়া যায় রে

ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে ঢেউ খেলিয়া যায় রে

ঝির ঝির ঝির হাওয়ায়র।

মল বাজায়ে মন মাতায়ে জল নিতে কেউ যায় না—

বউ-কথা-কও পাখি ডাকে বউ তো ফিরে চায় না

মন পাগল হাওয়ায় হায় রে আজ তুমি কোথায়।।

টলমল টলমল ধানের ক্ষেতে ঢেউ খেলিয়া যায় রে

শনশন শন হাওয়ারে ঢেউ খেলিয়া যায় রে

চুল উড়ায়ে ফুল ছড়ায়ে আলপথে কেউ যায় না

পাগল হাওয়া আঁচল টেনে আর তো নাগাল পায় না

মন কাঁদে হায় হায় রে আজ তুমি কোথায়।

ছল ছল ছল ছল আঁখির জলে ঢেউ খেলিয়া যায় রে

রিম ঝিম ঝিম বরষায় রে ঢেউ খেলিয়া যায়।

গুনগুনায়ে গান শুনায়ে কেউ ব্যথা ভোলায় না

একলা থাকার দিন যে আমার শেষ হতে আর চায় না—

মন কাঁদে হায় হায় রে আজ তুমি কোথায় কোথায়।

কথা : মোহিনী চৌধুরী

সুর : শিল্পী

শিল্পী: শচীন দেববর্মণ

আরো পড়ুন:  বিশ শতকের মহান গণসংগীত শিল্পী পরেশ ধরের তেরটি বিখ্যাত জনপ্রিয় গান

Leave a Comment

error: Content is protected !!