মন-ময়ূরী ছড়ালো পেখম তারি

মন-ময়ূরী ছড়ালো পেখম তারি।

সোনালী আকাশে রঙে রঙে ভরা এমন দিনটি

যদি থাকিতে তুমি মোর পাশে।

বর্ষা নাই চোখে চোখে আমি তাই

সেধে সেধে এনেছি আঁখিজল বরষায়,

ভরসা নাই তুমি মোর কাছে নাই

বুকে বুকে বেঁধেছি অসহায় ভরসায়।

জানি — দিন রজনী।

কেঁদে কেটে যাবে।

তোমারই আশে ।।

 

ছন্দ নাই, চারিদিকে দ্বন্দ্ব হায়

দুপায়ের শিকলে করেছি নূপুর তাই।

গন্ধ নাই, এ জীবন আমি তাই

ফুলেরই মতন ফুটে সুরভি ছড়াতে চাই

শুধু মন করে ধূ ধূ।

পূর্ণিমা আঁধার

মোর নীলাকাশে ।

আরো পড়ুন:  সলিল চৌধুরী আধুনিক বাংলার বিখ্যাত গীতিকার

Leave a Comment

error: Content is protected !!