You cannot copy content of this page
আপনি যা পড়ছেন
মূলপাতা > শিল্প > সঙ্গীত > শ্রাবণরাতি বাদল নামে

শ্রাবণরাতি বাদল নামে

শ্রাবণরাতি বাদল নামে, কোথা তুমি এসো ফিরে—

কেতকী ঝরে পথের ’পরে বাঁধন ছিঁড়ে।।

বেতস বনে বাতাস কাঁদে সে শুধু সুরে বেদন সাধে,

অকূল আঁধার জাগিয়ে মম পরাণ ঘিরে।।

হে মেঘ, জানো কি তুমি প্রিয়া কোথায় আছে,

বিরহ ব্যথা কহিব বলো কাহার কাছে।

বোঝে না সে কি কেন যে কাঁদি,

মালায় বলো কাহারে বাঁধি—

স্মরণে জ্বালা প্রদীপখানি নিভিল ধীরে।।

কথা: গৌরীপ্রসন্ন মজুমদার, সুর: দীপালি ঘোষ, কণ্ঠশিল্পী: অখিলবন্ধু ঘোষ

আরো পড়ুন:  শোনো গো দখিন হাওয়া--- মীরা দেববর্মণ
গৌরীপ্রসন্ন মজুমদার
বাংলা ভাষার একজন সফল গীতিকার ও কবি গৌরীপ্রসন্ন মজুমদার ( ৫ ডিসেম্বর ১৯২৪ - ২০ অগাস্ট ১৯৮৬)। বিংশ শতাব্দীর বাঙালী গীতকারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় গৌরীপ্রসন্ন গান লিখেছেন বহুদিন। পাশাপাশি লিখেছেন অনেক চিত্রকাহিনী। তার কর্মক্ষেত্র ছিল কলকাতা ও বোম্বাই চলচ্চিত্র শিল্পকে ঘিরে। তেমনই আধুনিক বাংলা গান ও ছায়াছবির গান দুদিকেই ছিল তার সমান রচনা সামর্থ্য। গৌরীপ্রসন্ন মজুমদারের জনপ্রিয় কয়েকটি গান হচ্ছে মাগো, ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায় এ কী বন্ধনে জড়ালে গো বন্ধু, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি কে তুমি আমায় ডাকো, আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, প্রেম একবারই এসেছিল নীরবে, এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো প্রভৃতি।

Leave a Reply

Top