You cannot copy content of this page
আপনি যা পড়ছেন
মূলপাতা > শিল্প > সঙ্গীত > ভয় নেই, ভয় নেই

ভয় নেই, ভয় নেই

ভয় নেই, ভয় নেই, ভয় নেই।

মরণের পাল তুলে জীবন তো আসবেই,

ভয় নেই।

ভাঙাগড়া দ্বন্দ্বের ঢেউ তুলে আসবেই,

ভয় নেই।  

আমাদের হাতে-গড়া জীবন বহন করা

তরণী তো ভাসবেই,

ক্ষয় নেই, ক্ষয় নেই, ক্ষয় নেই।

ভয় নেই, ভয় নেই, ভয় নেই।।

ভাঙা খসা ভেঙে যাক খসে যাক,

ঝরে যাওয়া মরে যাওয়া উড়ে যাক,

ক্ষয়ের পাত্র ভরে জীবন তো আসবেই,

ভয় নেই।

ভয় নেই, ভয় নেই, ভয় নেই।।

জ্যোতিরিন্দ্র মৈত্র
জ্যোতিরিন্দ্র মৈত্র বা জ্যোতিরিন্দ্রনাথ মৈত্র (নভেম্বর ১৮, ১৯১১ - অক্টোবর ২৬, ১৯৭৭) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি গীতিকার, কবি, লেখক ও গায়ক। বাংলা গানে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম তিনি অনেক উদীপনামূলক দেশপ্রেমের গান লিখে বিখ্যাত হয়েছেন। ১৯৩৯ সাল থেকে জ্যোতিরিন্দ্র যোগ দেন প্রগতি আন্দোলনে এবং রচনা করেন ‘নবজীবনের গান’। পরে অনেক চলচ্চিত্রে তিনি সুর দেন। গানের সূত্রে ভারতের নানা জায়গা এবং মস্কো ও পূর্ব জার্মানী ভ্রমণ করেন।

Leave a Reply

Top