You cannot copy content of this page
আপনি যা পড়ছেন
মূলপাতা > শিল্প > সঙ্গীত > যদি কিছু আমারে শুধাও

যদি কিছু আমারে শুধাও

যদি কিছু আমারে শুধাও
কি যে তোমারে কবো
নীরবে চাহিয়া রবো
না বলা কথা বুঝিয়া নাও।।

ঐ আকাশ নত যুগে যুগে সংযত
নীরবতা অবিরত
কথা বলে গেছে কত।

তেমনই আমার বাণী
সৌরভে কানাকানি।
হয় যদি ভ্রমরা গো
সে ব্যাথা বুঝিয়া নাও।।

অন্তরে অন্তরে যদি কোন মন্তরে
বোবা এ প্রাণের ব্যাথা
বোঝানো যেতো গো তারে।

কবির কবিতা সবই
তুলি দিয়ে আঁকা ছবি।

কিছু নয় তার কাছে
এটুকু বুঝিয়া নাও।।

সলিল চৌধুরী
সলিল চৌধুরী (হিন্দি: सलिल चौधरी, মালয়ালম: സലില്‍ ചൗധരി) (নভেম্বর ১৯, ১৯২৫ – সেপ্টেম্বর ৬, ১৯৯৫) একজন ভারতীয় সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার এবং গল্পকার। তিনি মূলত বাংলা, হিন্দি, এবং মালয়ালাম চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন। আধুনিক বাংলা গানের সুরস্রষ্টা হিসেবে এবং গণসংগীতের প্রণেতা হিসেবে তিনি একজন স্মরণীয় বাঙালি। তাঁর দুটি প্রকাশিত গ্রন্থ হচ্ছে ‘প্রান্তরের গান’ এবং ‘সলিল চৌধুরীর গান’। হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায় প্রমুখ উল্লেখযোগ্য সংগীতশিল্পীগণ তাঁর রচিত গান গেয়েছেন।    

Leave a Reply

Top