নিটোল পায়ে রিনিক ঝিনিক পায়েলখানি বাজে, মাদল বাজে সেই সংকেতে

নিটোল পায়ে

নিটোল পায়ে রিনিক ঝিনিক; পায়েলখানি বাজে, মাদল বাজে সেই সংকেতে, শ্যামা মেয়ে নাচে, পাগলপারা চাঁদের আলো, নাচের তালে মেশে, নিটোল পায়ে রিনিক ঝিনিক। চাঁদের আলোয় কালো কাকা, নাচের তালে দোলেরে আহা মরি, ঢলে ঢলে দোলে, যেন সাদা মেঘের কোলে, কালো তড়িৎ খেলেরে খেলে আরো পড়ুন

ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও, বাঁশী আল্লাহ’র দোহায়

ঘাটে লাগাইয়া ডিঙ্গা

ও…ও বাঁশী, ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও, বাঁশী আল্লাহ’র দোহায়, এই পরানের বিনিময় তোমার পরান দিও বাশী, আল্লাহ’র দোহায়… ও…ও বাঁশী, বানের টানে টানে আইসো আমার পাণে, মধু লাগাইও মনে মজিও পানের গুনে আসিও।। আরো পড়ুন

কে যাস রে ভাটি গাঙ বাইয়া, আমার ভাইধনরে কইও—নাইওর নিতো

কে যাস রে ভাটি গাঙ বাইয়া আমার ভাইধনরে কইও—নাইওর নিতো বইল্যা। বছরখানি ঘুইর‍্যা গেল, গেল রে, ভাইয়ের দেখা পাইলাম না, পাইলাম না। কইলজা আমার পুইড়া গেল, গেল রে, ভাইয়ের দেখা পাইলাম না, পাইলাম না। ছিলাম রে কতই আশা লইয়া। ভাই না আইল—গেল গেল রথের মেলা চইল্যা।। প্রাণ কান্দে, কান্দে—প্রাণ কান্দেরে, নয়ন ঝরে ঝরে—নয়ন ঝরে রে— … Read more

কালসাপে দংশে আমায়, ওঝা হয়ে সে যেন রে বিষ নামায়। ছোবল খেয়ে

কালসাপে দংশে আমায় ওঝা হয়ে সে যেন রে বিষ নামায়। ছোবল খেয়ে কালো হইলাম, এখন আমার কী হবে উপায়? যার রূপেতে মজেছিলাম হায়, সে কালাচাঁদ আমারে গো কলঙ্কে ডুবায়।। মরণ বাঁচন কালার হাতে, মারিয়া পারে বাঁচাইতে, এমন বৈদ্য পাবে কে কোথায়? কৃষ্ণপ্রেমে মরি যদি হায়, অবশেষে কালা যেন আমারে বাঁচায়।।। কথা : মীরা দেববর্মণ সুর … Read more

তাকদুম তাকদুম বাজাই বাংলা দেশের ঢোল, সব ভুলে যাই, তাও ভুলি না

(আমি) তাকদুম তাকদুম বাজাই বাংলা দেশের ঢোল— সব ভুলে যাই, তাও ভুলি না বাংলামায়ের কোল। বাংলা! জনম দিলা আমারে— তোমার পরান আমার পরান এক নাড়ীতেই বাঁধা রে। মা-পুতের এই বাঁধন ছেড়ার সাধ্য কারো নাই— সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা-মায়ের কোল।। মা, তোমার মাটির সুরে সুরেতে, আমার জীবন জুড়াইলা বাউল-ভাটিয়ালিতে। পরান খুইল্যা মেঘনা, তিতাস, … Read more

শোনো গো দখিন হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা,

শোনো গো দখিন হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। মনেতে লুকানো ছিল সুপ্ত যে তিয়াসা, জাগিল মধুগনেতে বাড়াল পিয়াসা। উতলা করেছে মোরে আমারই ভালোবাসা— অনুরাগে প্রেম-সলিলে ডুব দিয়েছি আমি, শোনো গো মধুর হাওয়া, প্রেম করেছি আমি।। দহনবেলাতে আমি প্রেমের তাপসী, বরষাতে প্রেমধারা শরতের শশী। রচি গো হেমন্তে মায়া, শীতেতে উদাসী,হয়েছি বসন্তে … Read more

রাতের আতরে ভিজাইয়া আদরে কেন বঁধূ দূরে যায়? চাতুরিতে ভুলেছিলাম

রাতের আতরে ভিজাইয়া আদরে কেন বঁধূ দূরে যায়? চাতুরিতে ভুলেছিলাম, মান করে আর লাভ নাই— ভালোবাসা দেওয়া হল দায়।। যে শিকারি সাকি, ছিল চোরা পাখি, মন চুরি করে উড়ে যায়, রাঙায়ে গোলাপে, ভুলায়ে প্রলাপে, পেয়ালা সে খালি রেখে যায়।। পিয়াসী চাতকী আসিয়া একাকী বিষ ঢেলে সুধা নিয়ে যায়, মিঠে আগুনেতে ক্ষণিক বাসনাতে পিরিতি আধুরি রেখে … Read more

বিরহ বড় ভালো লাগে— বিরহে সোহাগিনী রহে মনের ঘরেতে

বিরহ বড় ভালো লাগে— বিরহে সোহাগিনী রহে মনের ঘরেতে। দাহিকা-রূপেতে বধূ এ পরান মাঝে, নিতুই গাহে, নিতুই নাচে নব নব সাজে। বিচ্ছেদ হবে এত মধুর জানিতাম না আগেতে।। বেদনা সাজায়ে মোরে গেরুয়া রং দিয়ে, সে রঙেরে ছুপাই আমি বাসন্তী রং দিয়ে। ব্যথার শাসন নাহি মানি রাঙাই ব্যথা রঙেতে।। কথা : মীরা দেববর্মণ সুর ও শিল্পী: … Read more

বর্ণে, গন্ধে, ছন্দে, গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে

বর্ণে, গন্ধে, ছন্দে, গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে এ কী তব হোরি খেলা! তুমি যে ফাগুন, রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী, তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুক্তির বুকে তেমনি আমাতে তুমি—আমার পরানে প্রেমের বিন্দু, তুমিই শুধু তুমি।। প্রেমের অনলে জ্বালি যে প্রদীপ সে দীপের শিখা তুমি, জোনাকি … Read more

না, আমারে শশী চেয়ো না— চাহিলেও পাবে না। কেন তব মায়াজালে

না, আমারে শশী চেয়ো না —চাহিলেও পাবে না। কেন তব মায়াজালে বাঁধিবারে চাহ মোরে? কেন তব ছলভরা রূপালি উড়ানি দিয়া চাহ মোরে জড়াইতে— না, আমারে শশী ছুঁয়ো না, আমি ছোঁয়া দেব না। যাদুভরা নিশিতে তারার শোভার মাঝে নিজেরে সাজায়ে কেন কামনায় চাহ মোরে তবু বুকে তুলে নিতে? না, আমারে শশী ধরো না, আমি ধরা দেব … Read more

error: Content is protected !!