এনোনা হচ্ছে এনোনাসি পরিবারের উদ্ভিদের গণের নাম

উদ্ভিদের গণ

এনোনা

গণের বৈজ্ঞানিক নাম: Annona (এনোনা)
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae বিভাগ: Angiosperms অবিন্যাসিত: Magnoliids বর্গ:Magnoliales পরিবার: Annonaceae গণ: Annona

ভূমিকা: এনোনা হচ্ছে এনোনাসি পরিবারের সপুষ্পক উদ্ভিদের একটি গণের নাম। এই গণের প্রজাতিগুলো বহুবর্ষজীবী হয়ে থাকে।

বিবরণ: ছোট বা মধ্যম-আকৃতির বৃক্ষ। পত্র বিশিষ্ট শাখা সমূহ সরু বা মাঝামাঝি ধরনের স্থূলাকার, মসৃণ, রোমশ বা ঘন ক্ষুদ্র কোমল রোমশ। পত্র পত্রবৃন্ত বিশিষ্ট, সরু বা স্ফীত, গভীরভাবে খাঁজকাটা, পত্রফলক মধ্যম আকৃতির, ঝিল্লিময় বা পাতলাভাবে চর্মবৎ, মাঝে মাঝে মধ্যশিরা সংলগ্ন বা তলীয়পৃষ্ঠ রন্ধ্র বিশিষ্ট।

পুষ্প পর্বমধ্য সাইম বা পত্রবিশিষ্ট উপশাখায় একল বা পত্র প্রতিমুখে প্রচুর, সবুজ থেকে হলুদ, কখনও রক্তবর্ণ আভাযুক্ত। মঞ্জরীপত্র এক বা দুই, স্পষ্টতঃ ডিম্বাকার বা গোলাকার। পুঘৃন্তিকা নিচের অংশে মঞ্জরীপত্রিকাযুক্ত ।

বৃত্যংশ মুকুলে প্রান্তস্পর্শী, স্পষ্টতঃ ডিম্বাকার বা ত্রিকোণাকার, নিম্নাংশে পৃথক বা ঈষৎ একীভূত। দলমণ্ডল ৬টি, ২ স্তরে সজ্জিত বা অধিকতর অন্তর্বতী স্তরে ক্ষুদ্র শল্কে রুপান্তরিত অবস্থায় ৩ স্তরে সজ্জিত, স্বতন্ত্র, পুরু, অন্তর্বর্তী পৃষ্ঠ অবতল, বহির্দেশীয় দল সমূহ কুঁড়ি অবস্থায় প্রান্তস্পর্শী, অন্তর্বর্তী দলসমূহ কুঁড়ি অবস্থায় প্রান্তস্পর্শী বা প্রান্ত-আচ্ছাদী, বহির্দেশীয় দল সমূহের তুলনায় ঈষৎ ছোট বা লুপ্ত প্রায়।

পুংকেশর অসংখ্য, কাছাকাছি সজ্জিত, কানেকটিভ ট্রাংকেট এর সমান্তরাল সমতল বা শীর্ষে ঈষৎ উত্তল, পরাগধানী কোষ বিভেদপটযুক্ত নয়।

গর্ভপত্র অসংখ্য, স্বতন্ত্র বা পুষ্পেদগমের সময় একীভূতকৃত, গর্ভমুণ্ড ব্যতীত রোমশ, একটি খাড়া তলীয় ডিম্বক বহনকারী, গর্ভমুণ্ড আয়তাকার বা শাঙ্কব, গর্ভপত্রের বাকী অংশ থেকে খবর।

ফল যুক্তগর্ভপত্রী, গোলাকার বা ডিম্বাকার, সরস, অবিদারী, বহু বীজ বিশিষ্ট। বাংলাদেশে এনোনা গণে পাওয়া যায় তিনটি প্রজাতি; সেগুলো হচ্ছে ১. টক আতা, ২. নোনা আতা এবং ৩. শরিফা

তথ্যসূত্র:

১. এম এ হাসান  (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস”  আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৬ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ১৩৪। আইএসবিএন 984-30000-0286-0

আরো পড়ুন:  লিচু ফল-এর আটটি ভেষজ গুণাগুণ

বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিপিডিয়া কমন্স থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: Anna Frodesiak

Leave a Comment

error: Content is protected !!