সিবা হচ্ছে বোম্বাসি পরিবারের সপুষ্পক উদ্ভিদের একটি গণের নাম

সিবা

বৈজ্ঞানিক নাম: Ceiba Mill., Gard. Dict. ed. 4 (1754). বাংলা নাম: সিবা ইংরেজি নাম: Kapok tree. আদিবাসি নাম: জানা নেই, জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস জগৎ/রাজ্য: Plantae – Plants উপরাজ্য: Tracheobionta – Vascular plants অধিবিভাগ: Spermatophyta – Seed plants বিভাগ: Magnoliophyta – Flowering plants শ্রেণী: Magnoliopsida – Dicotyledons উপশ্রেণি: Dilleniidae বর্গ: Malvales পরিবার: Bombacaceae – Kapok-tree family. গণ: Ceiba Mill..

ভূমিকা: সিবা  হচ্ছে বোম্বাসি পরিবারের সপুষ্পক উদ্ভিদের একটি গনের নাম। এই গণের প্রজাতির গাছগুলো বৃহৎ আকারের বৃক্ষ এবং ফুল বিভিন্ন রঙের হতে পারে। বাংলাদেশের এই গণের ১টি প্রজাতি আছে যার নাম শ্বেত শিমুল বা সাদা শিমুল।

বর্ণনা: সিবা গণের উদ্ভিদগুলো মধ্যমাকৃতির বৃক্ষ। এদের পত্র আঙ্গুলাকৃতি, যৌগিক, উপপত্র আশুপাতী। এদের পুষ্প গুচ্ছবদ্ধ বা একল, ক্ষুদ্র শাখায় পত্র জন্মিবার পূর্বেই পুষ্পেদগম। বৃতি পেয়ালাকৃতি, খন্ড রােমশ। দলমন্ডল ৫ টি পাপড়ির সমন্বয়ে গঠিত, পাপড়ি মুক্ত, ঋজু। পুংকেশর ৫ টি, মূলীয় অংশে যুক্ত। গর্ভাশয় অধিগর্ভ ৫-প্রকোষ্ঠী, গর্ভদন্ড ১ টি, রৈখিক।

এদের ফল ক্যাপসিউল, কাষ্ঠল, ৫টি অনুদৈর্ঘ্য খাঁজযুক্ত, বিদারী। বীজ অনেক, রেশমি সূতার মধ্যে নিহিত।

আলোকচিত্রের ইতিহাস: শ্বেত শিমুলের ফুল, আলোকচিত্রটি তুলেছেন Tu7uh.

তথ্যসূত্র:

১. এম এ হাসান (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৭ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ১৮০। আইএসবিএন 984-30000-0286-0

Leave a Comment

error: Content is protected !!