লাগেনারিয়া হচ্ছে কিউকারবিটাসি (শসা লাউ) পরিবারের একটি গণ

গণের বৈজ্ঞানিক নাম: Lagenaria Seringe, Mem. Soc. Phys. Geneve. 3(1): 25, t. 2 (1825).

জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস

জগৎ/রাজ্য: Plantae – Plants

শ্রেণী: Eudicots

উপশ্রেণি: Rosids

বর্গ:  Cucurbitales

পরিবার: Cucurbitaceae

উপপরিবার: Cucurbitoideae

গণ: Lagenaria Ser.  

বর্ণনা: লাগেনারিয়া হচ্ছে কিউকারবিটাসি (শসা লাউ) পরিবারের একটি গণের নাম। এরা বর্ষজীবী আরোহী বীরুৎ। এদের পাতা অর্ধগোলাকার-তাম্বুলাকার বা বৃক্কাকার। আকর্ষ ২-খন্ডিত। এদের পুষ্প বৃহৎ, সাদা, সহবাসী।

পুংপুষ্প: লম্বা মঞ্জরীদন্ড বিশিষ্ট, বৃতি নল ঘন্টাকার বা ধুতুরাকার, খন্ড ৫টি, দল মন্ডলের খন্ড ৫টি, দীর্ঘায়ত-বিডিম্বাকার, খাঁজযুক্ত, পুংকেশর ৩টি, বৃতি নলে সন্নিবিষ্ট, পুংদন্ড মুক্ত, পরাগধানী ভিতরে অবস্থিত, সামান্য যুক্ত বা মুক্ত, দীর্ঘায়ত, ১টি ১ প্রকোষ্ঠী, বাকি ২টি ২-প্রকোষ্ঠী।

স্ত্রী পুষ্প: খাটো মঞ্জরীদন্ড যুক্ত, বৃতি নল পেয়ালাকৃতি বৃতি ও দল মন্ডল পুং উদ্ভিদের বৃতি ও দলমন্ডলের অনুরূপ, বন্ধ্যা পুংকেশর ৩টি, গর্ভাশয় ডিম্বাকার বা বেলনাকার, ৩টি আমরা যুক্ত, গর্ভদন্ড খাটো, গর্ভমুন্ড ৩টি, ২ খন্ডিত। ফল বহুরূপী, অবিদারী, রসালো। বীজ বহু, বিডিম্বাকার, চাপা, সুস্পষ্ট প্রান্ত যুক্ত।

লাগেনারিয়া গণে বাংলাদেশে রয়েছে একটি প্রজাতি আছে যা লাউ বা পানি লাউ নামে পরিচিত।

তথ্যসূত্র:

১. এম অলিউর রহমান, (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস”  আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৭ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৩১৭। আইএসবিএন 984-30000-0286-0

আরো পড়ুন:  তরমুজ ও বীজের সাতটি ভেষজ গুণাগুণ ও উপকারিতা

Leave a Comment

error: Content is protected !!