You are here
Home > প্রাণ > উদ্ভিদ > লতা

বোগেনভিলিয়া নিকটাগিনাসি পরিবারের একটি গণ

ভূমিকা: বোগেনভিলিয়া হচ্ছে নিকটাগিনাসি পরিবারের সপুষ্পক উদ্ভিদের একটি গণের নাম। এরা সাধারণত গুল্ম অথবা বৃহদাকার আরোহী লতা। এরা সচরাচর বক্র বা সোজা কাঁটাবিশিষ্ট হয়। এদের পাতা সরল, একান্তর, বৃন্তক। পুষ্পমঞ্জরী দূরবর্তী কাক্ষিক, যৌগিক মঞ্জরী সদৃশ, ৩টি পুষ্পবিশিষ্ট নিয়তাকার পুষ্পমঞ্জরী, মঞ্জরী পত্রিকা স্থায়ী, কখনও উজ্জ্বল বর্ণবিশিষ্ট, ডিম্বাকার মঞ্জরীপত্রিকা পুষ্পবৃন্তিকালগ্ন, পুষ্প উভলিঙ্গ। পুষ্পপুটগুলো

বড় বাগান বিলাস শোভাবর্ধক আলংকরিক ফুল

ভূমিকা: বড় বাগান বিলাস (বৈজ্ঞানিক নাম: Bougainvillea spectabilis) (ইংরেজি: Paper Flower বা lesser bougainvillea) হচ্ছে নিকটাগিনাসি পরিবারের বোগেনভিলিয়া গণের  একটি সপুষ্পক লতানো গুল্ম। এদেরকে বাংলাদেশ ও ভারতে সুদৃশ্য আলংকারিক উদ্ভিদ হিসেবে বাগানে বা গৃহে চাষাবাদ করা হয়। বিবরণ: বড় বাগানবিলাস চিরহরিৎ আরোহী গুল্ম। এদের কান্ড সরু, ঘন রোমাবৃত, সুপুষ্ট কন্টকবিশিষ্ট, কন্টক

তরমুজ উষ্ণ ও নাতিশীতোষ্ণ দেশসমূহের বাণিজ্যিক ফল

ভূমিকা: তরমুজ হচ্ছে কিউকারবিটাসি (শসা লাউ) পরিবারের সিট্রালাস গণের একটি বর্ষজীবী আরোহী বীরুৎ। বিবরণ: এদের কান্ড কোণাকার, অতিরোমশ। আকর্ষ অণুরোমশ ২-খন্ডিত। এদের পাতা ডিম্বাকার, তাম্বুলাকার, ৮-২০ x ৫-১৫ সেমি, ত্রিকোণাকার, অমসৃণ, গভীর ভাবে ৩ খন্ডিত, খন্ড পক্ষবৎ খন্ডিত, ডিম্বাকার, দীর্ঘায়ত, ভল্লাকার বা রৈখিক, শীর্ষ খন্ড সূক্ষ্মাগ্র অন্যগুলি গোলাকার, বৃন্ত ৬-১২

ইন্দ্রায়ন আফ্রিকা ও এশিয়ার লতানো উদ্ভিদ

ভূমিকা: ইন্দ্রায়ন বা মাকাল হচ্ছে কিউকারবিটাসি (শসা লাউ) পরিবারের সিট্রালাস গণের একটি বহুবর্ষজীবী আরোহী বীরুৎ। এদের মূল কন্দাল, কাষ্ঠল। কান্ড বিস্তৃত, কোণাকৃতি, খররোমাবৃত, আকর্ষ সরু, খাটো, স্বল্প রোমশ বা খররোমাবৃত, দ্বিখন্ডিত বা সরল। এদের পাতা ডিম্বাকার, তাম্বুলাকার, ৫-১২ x ৩-৮ সেমি, দৃঢ়, অত্যন্ত অমসৃণ, করতালাকারে ৫ খন্ডিত বা গভীরভাবে ৩

সিট্রালাস কিউকারবিটাসি (শসা লাউ) পরিবারের একটি গণ

বিবরণ: সিট্রালাস হচ্ছে কিউকারবিটাসি (শসা লাউ) পরিবারের একটি গণের নাম। এরা বর্ষজীবী বা বহুবর্ষজীবী আরোহী বীরুৎ। এদের পাতা গোলাকার বা ত্রিকোণাকার পুষ্প সহবাসী বা ভিন্নবাসী। পুংপুস্প: বৃতিনল ঘন্টাকার, ৫ খন্ডিত, দলমন্ডল ৫ ভাগে বিভক্ত, খন্ড ডিম্বাকার দীর্ঘায়ত, পুংকেশর ৩টি, বৃতিনলের পাদদেশে সন্নিবিষ্ট, পুংদন্ড মুক্ত, পরাগধানী প্রায় মুক্ত, ১টি, ১ প্রকোষ্ঠী, অবশিষ্ট

মালা আফ্রিকা অস্ট্রেলিয়া ও এশিয়ার লতানো উদ্ভিদ

ভূমিকা: মালা হচ্ছে কিউকারবিটাসি (শসা লাউ) পরিবারের সায়াপোনিয়া গণের একটি বর্ষজীবী আরোহী বীরুৎ। বিবরণ: মালা লতার কান্ড সরু, প্রলম্বিত। আকর্ষ দ্বিখন্ডিত। পত্র গভীরভাবে করতালাকারে ৫ খন্ডিত, ৮-১২ সেমি লম্বা এবং অনুরুপ পরিমাপ বিশিষ্ট চওড়া। উপরের পৃষ্ঠ অমসৃণ, নীচের পৃষ্ঠ মসৃণ, প্রান্ত দপ্তর বা তরঙ্গিত বা অর্ধ সভঙ্গ, বৃন্ত ৩-৬ সেমি লম্বা।

মুকিয়া কিউকারবিটাসি (শসা লাউ) পরিবারের একটি গণ

বিবরণ: মুকিয়া হচ্ছে কিউকারবিটাসি (শসা লাউ) পরিবারের একটি গণের নাম। এরা বহুবর্ষজীবী আরোহী, মূলীয় অংশ কাষ্ঠল। পাতা সাধারণ ৩-৭ কোণাকার করতলাকার খন্ডিত, তাম্বুলাকার। আকর্ষ সরল। পুষ্প ছোট, সহবাসী, পুং ও স্ত্রী পুষ্প অক্ষীয় গুচ্ছে জন্মে। পুংপুষ্প: খাটো মঞ্জরীদন্ডে জন্মে, বৃতি ঘন্টাকার, খন্ড ৫টি, তুরপুন আকার, দলমন্ডল চক্রাকার, ৫-খন্ডিত, পুংকেশর ৩টি, বৃতিনলের

ঘিকরলা দক্ষিণ এশিয়া ও মায়ানমার অঞ্চলের সবজি

ভূমিকা: ঘি করলা বা ধারকরোলা বা ভাতকরলা হচ্ছে কিউকারবিটাসি (শসা লাউ) পরিবারের মমরডিকা গণের একটি বর্ষজীবী আরোহী বীরুৎ। বিবরণ: ঘি করলার মূল কন্দাল । কান্ড সরু, খাঁজযুক্ত, রোমশ বিহীন। আকর্ষ সূত্রাকার সরল। পত্র ডিম্বাকার-তাম্বুলাকার, ঝিল্লিযুক্ত, ৫-১২ x ৩-৮ সেমি, মসৃণ, অখন্ড বা বিভিন্নভাবে খন্ডিত, তরঙ্গিত বা সামান্য দন্তুর, বৃন্ত সরু,

কাঁকরোল এশিয়া ও অস্ট্রেলিয়া অঞ্চলের সবজি

বিবরণ: কাকরোল বা কাঁকরোল হচ্ছে কিউকারবিটাসি (শসা লাউ) পরিবারের মমরডিকা গণের একটি বর্ষজীবী আরোহী বীরুৎ। এদের মূল কন্দাল। কান্ড দৃঢ়, কোণাকার মসৃণ। আকর্ষ দৃঢ়, সরল। পত্র প্রশস্ত অর্ধগোলাকার, ১২-১৮ x ১২-১৮ সেমি, ৩ খন্ডে বিভক্ত (কদাচিৎ ৫ খন্ডে বিভক্ত) মূলীয় অংশ খাতাগ্র, গ্রন্থিযুক্ত, খন্ড ডিম্বাকার বা দীর্ঘায়ত, ভল্লাকার অপসারী অখন্ড

উচ্ছে পৃথিবীর উষ্ণ মণ্ডলীয় অঞ্চলের সবজি

ভূমিকা: উচ্ছে হচ্ছে কিউকারবিটাসি (শসা লাউ) পরিবারের মমরডিকা গণের একটি বর্ষজীবী আরোহী বীরুৎ। বিবরণ: এদের কান্ড শাখান্বিত, রোমশ, ১-২ মিটার লম্বা। পত্র অর্ধগোলাকার, ৪-৮ x ৪-৮ সেমি, উভয় পৃষ্ঠ রোমশ বিহীন, অস্পষ্ট শিরাল, খন্ডিত, খন্ড ডিম্বাকৃতি-দীর্ঘায়ত, মূলীয় অংশ রোমশ, বৃন্ত অর্ধ-রোমশ। পাতার আকার ও অবস্থান মাটি ও বাস্তুতন্ত্রের ওপর নির্ভরশীল।

Top