নারদের ডায়েরি

ডায়মণ্ডহারবার থেকে ধুরন্ধর গােয়েন্দা হাওয়ারা

ইতিমধ্যে কলকাতায়: একুত্রিশে চৈত্রেই চম্পট,—

প্রকাশ, তাদের ইচ্ছা। (এ বিষয়ে নিরুত্তর তারা!)

 

হৃদয় সম্পর্কে হবু দম্পতির হিং-টিং-ছট;

ফাল্গু নী সনাক্ত করে শিরােধার্য বৈমানিক পাড়া;

বাহান্ন হাতীর শুঁড়ে হাঁচিগ্রস্ত অহিংস শকট।

 

বাপুজি, দক্ষিণ করে আনাে যুক্তরাষ্ট্রের মিঠাই;

সাঙ্গ, প্রভু, সত্যাগ্রহ? একচ্ছত্রে বেজেছে বারোটা?

শেষে কি নৈমিষারণ্যে পাবে আত্মগােপনের ঠাঁই?

 

নিষিদ্ধ খনির গর্ভে লালকোর্তা সূর্যের বারতা;

ঈশ্বর-ব্যক্তির টিকি পাবেনাকো নাস্তিক চড়াই,

আদালত সচ্চরিত্র; রেস্তোরায় আড্ডা তাই ভোঁতা।

 

(বসন্ত কী আর্ষ আহা! এসপ্ল্যানেডে আশ্চর্য জনতা।)

আরো পড়ুন:  কানামাছির গান

Leave a Comment

error: Content is protected !!