You cannot copy content of this page
আপনি যা পড়ছেন
মূলপাতা > সংকলন > দৃশ্যত

দৃশ্যত

রাস্তা দিয়ে যেই যায়, খোলা জানলা, উঁকি মেরে দেখে –

কে একজন সারাক্ষণ গদি-আঁটা কাঠের চেয়ারে

টেবিলে দু-ঠ্যাং তুলে গালে হাত দিয়ে বসে থাকে।

                            

চুলগুলো খোঁচা খোঁচা, ভাঙা গাল, দেখতেও চোয়াড়ে,

মাঝখানে সামান্য ভুঁড়ি, যে রকম হয় ভারি ট্যাঁকে—

বেড়া ভেঙে ভাবনা ঢুকলে সম্ভবত দেয় সে খোঁয়াড়ে।

 

চোখে যদি চশমা থাকত, হাতে যদি ধরা থাকত বই

কিছুটা আন্দাজ করা যেত হয়ত লোকটার স্বভাব

বাইরে থেকে কে কী বুঝবে ? কার সাধ্য পাবে তার থই ?

 

গড়গড়ার নল হাতে থাকলে তবু দেখাত নবাব

পাছে ধরা পড়ে যায়, রাখে না সে কোথাও টিপসই

তবে কি নিজের সঙ্গে চলে তার সওয়াল জবাব ?

 

সে খোঁজ রাখে না কেউ, লোকচক্ষে সে শুধু দৃশ্যই।।

সুভাষ মুখোপাধ্যায়
সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিশ শতকের উল্লেখযোগ্য বাঙালি বামপন্থী কবি ও গদ্যকার। তিনি কবি হিসেবে খ্যাতিমান হলেও ছড়া, প্রতিবেদন, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য ইত্যাদি রচনাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ এবং বহু দেশি-বিদেশি কবিতা বাংলায় অনুবাদও করেছেন। “প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য় এসে গেছে ধ্বংসের বার্তা” বা “ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত” প্রভৃতি তাঁর অমর পঙক্তি বাংলায় আজ প্রবাদতুল্য।
http://www.roddure.com

Leave a Reply

Top