একমাত্র তোমাকে সত্য বলে মানি — সমর সেন

একমাত্র তোমাকে সত্য বলে মানি
দারুণ গ্রীষ্মে অভীপ্সা-ব্যাকুল মন
তোমার আদেশে শহরের দিগ্বিজয়ে ঘোরে
তোমার আদেশে সন্ন্যাসীর সাধনা-সঙিন দিনগুলি
যুবতী-সঙ্কুল আসরে
সান্ধ্য-সঙ্গীতে সংহত।

প্রভু, পৃথিবীতে তোমার লীলা অবিরাম,
এ্যাসেম্বলি -হলে বিরহছলে মিলন আনো
প্রবীণ কবির মুখে আবার আনো
স্বদেশী গান।

রাত্রির দূষিত রক্তে বিকলাঙ্গ দিনের প্রসবে
আমাদের তন্দ্রা ভাঙে
তারপর আকাশ ভারি হয়ে ওঠে,
বিরস কাজের সুরে
কতদিনের ক্লান্তিতে কলের বাঁশি বাজে;
পিছনে সমস্তক্ষণ ক্ষিপ্রগতি বাসের শব্দ।

পৃথিবীর কবিতার শেষ নেই;
দিনের ভাটার শেষে
গলিত অন্ধকারে মরা মাঠ ধূ ধূ করে,
চরাচরে মরা দিনের ছায়া পড়ে।
উদ্দাম নদীতে শেষ খেয়া নেই,
শিকারী কীট সোনার ধানে।
তাই বঙ্কিম ব্রহ্ম যীশু পরমহংস
সময় যখন আসে তখন সকলি মানি,
দুর্গম দিন,
নামহীন অশান্তিতে বিচলিত বুদ্ধি,
তবু সরল চরম কথাটি এই বলে মানি
ভারি ট্যাঁক ছাড়া কিছুই টেকে না,
সবার উপরে আমিই সত্য
তার উপরে নেই।

আরো পড়ুন:  বুকের না নেভা তাপ

Leave a Comment

error: Content is protected !!