একটি কবিতার জন্যে

একটি কবিতা লেখা হবে। তার জন্যে
আগুনের নীল শিখার মতন আকাশ
রাগে রী-রী করে, সমুদ্রে ডানা ঝাড়ে
দুরন্ত ঝড়, মেঘের ধূম্র  জটা
খুলেখুলে পড়ে, বজ্রের হাঁকডাকে
অরণ্যে সাড়া, শিকড়ে-শিকড়ে
পতনের ভয় মাথা খুঁড়ে মরে
বিদ্যুৎ ফিরে তাকায়
সে-আলোয় সারা তল্লাট জুড়ে
রক্তের লাল দর্পণে মুখ দেখে
ভস্মলোচন।

একটি কবিতা লেখা হয় তার জন্যে

একটি কবিতা লেখা হবে। তার জন্যে
দেয়ালে দেয়ালে এঁটে দেয় কারা
অনাগত এক দিনের ফতোয়া,
মৃত্যু ভয়কে ফাঁসিতে লটকে দিয়ে
মিছিলে এগোয়
আকাশ-বাতাস মুখরিত গানে
গর্জনে তার
নখদর্পণে আঁকা
নতুন পৃথিবী, অজস্র সুখ, সীমাহীন ভালোবাসা।

একটি কবিতা লেখা হয় তার জন্যে।

 

আপনারা কবিতাটি ইউটিউবে শুনুন অনুপ সাদির কণ্ঠে

আরো পড়ুন:  তো

Leave a Comment

error: Content is protected !!