এককেন্দ্রিক রাষ্ট্রব্যবস্থা কাকে বলে

যে-শাসন ব্যবস্থায় দেশে একটি সরকার ও একটি আইনসভা থাকে এবং সংবিধান লিখিত অথবা অলিখিত হতে পারে সেই শাসন ব্যবস্থাকে এককেন্দ্রিক শাসনব্যবস্থা (ইংরেজি: Unitary state) বলে। এককেন্দ্রিক রাষ্ট্রব্যবস্থা কেন্দ্রীয় আইনসভারই প্রাধান্য বজায় থাকে। স্থানীয় বা আঞ্চলিক সরকার কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করে। এই শাসনব্যবস্থায় সারা দেশে একই ধরনের আইন ও একই শাসননীতি অনুসরণ করা হয়। ফলে শাসনতন্ত্র কখনও জটিল ও বিপুল হয়ে পড়ে না। ছােট ছােট যে সব দেশে ভৌগােলিক সংবদ্ধতা থাকে না, সেখানে এ ধরনের শাসনব্যবস্থা কার্যকর হয়ে থাকে। যে সব দেশে লােকের রাষ্ট্রচেতনা অনুন্নত এবং স্বায়ত্তশাসনের পরিবেশ অনুকূল নয় সেখানেও এককেন্দ্রিক রাষ্ট্রব্যবস্থা উপযােগী। যুক্তরাজ্যে এই ব্যবস্থা সাফল্যের সঙ্গে চলে আসছে।

পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা, কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের মধ্যে সামঞ্জস্য, শাসনব্যবস্থার প্রয়ােজনে দ্রুত পরিবর্তন, জরুরি বিষয়ে অবিলম্বে সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি দিক থেকে এককেন্দ্রিক ব্যবস্থা সুবিধাজনক। তবে অসুবিধাও আছে। গণতন্ত্রের যুগে যথার্থ স্বায়ত্তশাসনের অভাব, বিভিন্ন অঞ্চলে স্থানীয় প্রয়ােজন অনুযায়ী আইন না থাকা, আমলাতান্ত্রিক কেন্দ্রিকতা, ভৌগােলিক সংযােগ না থাকলে প্রশাসনে বিলম্ব ও সংযােগের অসুবিধা দেখা দেয়।

দ্রষ্টব্য: যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা।

চিত্রের বিশ্লেষণ: সারা দুনিয়ার এককেন্দ্রীক রাষ্ট্রসমূহকে নীল রঙে নিবন্ধের উপরের ছবিতে দেখানো হয়েছে। ২০০৭ সালের দিকে এই চিত্র বানিয়েছেন Lokal_Profil, CC BY-SA 2.5.

তথ্যসূত্র:

১. গঙ্গোপাধ্যায়, সৌরেন্দ্রমোহন. রাজনীতির অভিধান, আনন্দ পাবলিশার্স প্রা. লি. কলকাতা, তৃতীয় মুদ্রণ, জুলাই ২০১৩, পৃষ্ঠা ৫৫।

Leave a Comment

error: Content is protected !!