সমাজতন্ত্র আকাশ থেকে পড়ে না

সমাজতন্ত্র কখনো আকাশ থেকে পড়ে না,
সমাজতন্ত্র আপনার কোলের মধ্যে হুটোপুটি করে না,
কারণ কোনো ঘন্টাধ্বনি এবং কোনো তূর্যনিনাদ নেই।
সমাজতন্ত্র, প্রথমে কাউকে না কাউকে নির্মাণ করতেই হবে। 
কাউকে না কাউকে সমাজতন্ত্রের পথে হাঁটতেই হয়
এবং ​​আমরা যদি প্রত্যাশা করি, আমাদেরই তা করতে হবে
তবে তো আশপাশকে বদলাতে হাত দুটো লাগাতেই হয়?

যেহেতু আমরা আমাদেরকে বিশ্বাস করি;
এখনই শ্রেষ্ঠ সময় সমাজতন্ত্র বিনির্মাণের।
তাই কাস্তেটা মুষ্টিতে শক্ত করে ধরতেই হয়,
হাতুড়িটা দিয়ে আঘাত করতেই হয়। 

সমাজতন্ত্র ক্যালেন্ডারের ওপর রক্ত আঁকা লাল রেখা;
তাই সে অজস্র জীবনের গল্প, আর জীবনেরা ব্যর্থও হতে পারে না;
সব ক্ষেত্রে সমাজতন্ত্রকে আমাদেরই তৈরি করতে হবে।
যেহেতু কোনো মডেল নেই, আমরা একাই দায় নেব
সমাজতন্ত্র গড়ার।

আরো পড়ুন:  দশ আঙ্গুলের স্পর্শে একটি প্রত্যাশিত দিন

Leave a Comment

error: Content is protected !!