সেদিনের সন্ধেটা

দূরে তবু খুব দূরে নয়, আছো কাছে তুমি

দাঁড়িয়েছো বৃত্ত ভাঙবার ভঙ্গিমায়,

জাপটে ধরেছ ধোঁয়া ভুল ভাবনাহীন;

হাসিখুশি, যেন তুমি ঘরোয়া ঝর্ণা

ছড়িয়ে দিয়েছ গণসংগীত মূর্ছনা,

মৃদু সম্ভাষণ শেষে জানতে চেয়েছিলে,

কেমন ছিলে সেইদিন কার গৃহডোরে?

এখন কেমন আছে সেই সন্ধ্যেটা?

 

ছলকে উঠেছে মন, ভাবনায় স্মৃতি,

আমরা হয়েছি আজ কার সাথে সাথী,

নড়ছে স্মৃতিপাতা স্মৃতিপ্রবাহে,

ঘটে কী জগতে সব হৃদয়ে যা চাহে?

 

২৫.০২.২০০৪; কাস্টম মোড়, কুষ্টিয়া।

চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি রোজেলিও দে গুসকুইজা (১৮৪৫-১৯১৫) আঁকা চিত্র ‘নাচের সময়ের দিবাস্বপ্ন(A reverie during the ball)। শিল্পী চিত্রটি আঁকেন ১৮৭৯ সালে। ছবিটি উপরে নিচে সামান্য ছেঁটে ব্যবহার করা হয়েছে।

আরো পড়ুন:  বিকেলের কূলে

Leave a Comment

error: Content is protected !!