অমাবস্যাখালী নদী হচ্ছে বাংলাদেশের কক্সবাজার জেলার নদী

ভূমিকা: অমাবস্যাখালী নদী বা অমাবস্যাখালি নদী হচ্ছে বাংলাদেশের কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার একটি নদী। মহেশখালী দ্বীপের পশ্চিম অংশে জোয়ার ভাটায় প্রভাবিত অমাবস্যাখালী উত্তর দক্ষিণে প্রবাহিত একটি নদী।[১]

প্রবাহ: অমাবস্যাখালী নদী মহেশখালী উপজেলারঅমাবস্যাখালী ইউনিয়নের হাউনোক মৌজার উত্তর অঞ্চল থেকে উৎপত্তি লাভ করেছে এবং হাউনোকের দক্ষিণ অঞ্চলে জামরখালে পতিত হয়েছে। নদীটিতে সারাবছর পানির প্রবাহ থাকে।

অন্যান্য তথ্য: অমাবস্যাখালী নদীটির দৈর্ঘ্য ১৫ কিলোমিটার এবং গড় প্রস্থ ১৫০ মিটার। নদীটিতে জোয়ার ভাটার প্রভাব বিরাজমান। অমাবস্যাখালী নদী মহেশখালী নদীপ্রবাহের অংশ।[২]

তথ্যসূত্র:

১. ম ইনামুল হক, বাংলাদেশের নদনদী, অনুশীলন ঢাকা, জুলাই ২০১৭, পৃষ্ঠা ৯৬।

২. ম ইনামুল হক, পূর্বোক্ত, পৃষ্ঠা ১৪০।

আরো পড়ুন:  মাতামুহুরী নদী বাংলাদেশ ও আরাকানের একটি আন্তঃসীমান্ত নদী

Leave a Comment

error: Content is protected !!