গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। হরি হরি বলিতে নয়নে ব’বে নীর হচ্ছে কবি নরোত্তম দাস রচিত একটি বৈষ্ণব পদাবলি। এই বৈষ্ণব পদটি আনুমানিক ১৭৫০ সালে কবি রচনা করেন। বিভিন্ন ব্যক্তির সংকলনে এটির বিভিন্ন ভাষ্য দেখা যায়। রোদ্দুরে ডট কম মূলত এখানে গাওয়া ভজনটির একটি রূপকে উপস্থাপন করছে, এবং নিম্নে গানটির একটি সংক্ষিপ্ত রূপ দিচ্ছে। আরো পড়ুন