আলকাপ গান (ইংরেজি: Alkap song) গঙ্গা-ভাগীরথী-মহানন্দা অববাহিকা অঞ্চলের জনপ্রিয় বাংলা লোকসংগীত। প্রধানত মুর্শিদাবাদ জেলায় এবং নদীয়া, বর্ধমান, বীরভূম ও মালদহ জেলার কোনো কোনো অংশে এক শ্রেণীর পালাগান প্রচলিত আছে, তাকে আলকাপ গান বলে। গম্ভীরা ও বোলান থেকে বেরিয়ে এসে, আলকাপ নাম নিয়ে একটি আলাদা ধারা সৃষ্টি হয়েছে।
আলকাপ সঙ্গীতধারার প্রবর্তন হয় মালদহ জেলায় উনবিংশ শতাব্দীতে। বিশ শতকে এটি দুই দিনাজপুরে ছড়িয়ে পড়ে, এমনকি এটি বাংলাদেশের উত্তরবঙ্গেও জনপ্রিয় হয়ে ওঠে। ঠাকুরগাঁও, তিন দিনাজপুর ও মালদহ জেলায় বিশ শতকে আলকাপ গান গেয়ে খ্যাতি অর্জন করেছিলেন সাবের আলী। বাংলাদেশের রাজশাহীতে জয়চাঁদ সরকার ও তার দল একুশ শতকে আলকাপ গান পরিবেশন করে খ্যাতি অর্জন করেছে।
এই আলকাপ প্রধানত মুসলমান কৃষক সমাজেই প্রচলিত; সেইজন্য এটার নামটিও মুসলমানদের থেকেই এসেছে। আলকাপ দল সাধারনত পুরুষদের নিয়ে গঠিত হয়। দলে কিছু সুদর্শন ছেলেকে নাচে-গানে পারদর্শী করে তোলা হয়, এরাই সাধারনত দলের প্রধান আকর্ষণ। এদের মেয়েলী পোষাকে সজ্জিত হয়ে নাচ-গান পরিবেশন করে।
আলকাপ পরিবেশনার দুটি অংশ থাকে। প্রথম অংশে থাকে গান, দ্বিতীয় অংশে ছড়া। গান অংশে উচ্চভাবমূলক রাধাকৃষ্ণের প্রণয়-বিষয় যেমন শুনতে পাওয়া যায়, তেমনই থাকে প্রাচীন কাহিনী। আর ছড়া অংশে সমসাময়িক ঘটনামুলক নানা লঘু বিষয় অবলম্বন করা হয়ে থাকে। ছড়া কাটার ফাকে ফাকে গায়ক কখনাে কখনাে হাসির গান বা ব্যঙ্গকৌতুক পরিবেশন করেন। একে বলা হয় আলকাপের রঙ। আলকাপে মুখােশ, নাটকীয় পােশাক প্রভৃতির ব্যবহার করা হয়। অভিনয় ও নাচ এই গানের বিশেষ অঙ্গ। এগুলো বাংলার লোকসাহিত্যের গুরুত্বপূর্ণ উপাদান এবং পশ্চিম বাংলার আঞ্চলিক সঙ্গীতে অন্তর্ভুক্ত।
একটি মুর্শিদাবাদ থেকে সংগৃহীত আলকাপ গানের কথা
নারী – আরে ও বন্ধু শোনো মুখের বাণী
চার প্রশ্নের উত্তর দিলে তোমায় আজকে মানি, বন্ধু হে।
পুরুষ – চার প্রশ্ন কেমন কন্যা হে, তুমি বল আমার কাছে,
এ প্রশ্নের উত্তর দেব আজ দশ সমাজের মাঝে কন্যা হে।
নারী – চারিটি কালোর প্রশ্ন দিলাম হে বন্ধু, বল আমার কাছে,
এই চার কালোর উত্তর দিলে যাবো তোমার পাশে বন্ধু হে।
পুরুষ – কাক কালো, কোকিল কালো হে কন্যা, কালো মাথার বেণী,
তার চেয়ে অধিক কালো তোমার চোখের মণি কন্যা হে।
নারী – কালো প্রশ্নের উত্তর পেলাম হে বন্ধু, তাহা কানে শুনি,
চারিটি সাদার উত্তর পেলে তোমায় আমি মানি, বন্ধু হে।
পুরুষ – বক সাদা, বস্তু সাদা, হে কন্যা, আরও সাদা টাকা,
তার চেয়ে অধিক সাদা তোমার হাতের শাঁখা কন্যা হে।
নারী – বেশ উত্তর দিলে বন্ধু হে, আমার শুনে প্রাণটি জুড়ায়,
তিতোর মধ্যে চারিটি তিতোর উত্তর দেওয়া চায়, বন্ধু হে।
পুরুষ – নিম তিতো, নিসিন্ধা তিতো, হে কন্যা, আরও তিতো মহাকাল,
তার চেয়ে অধিক তিতো, দুই সতিনের ঘর কন্যা হে।
নারী – আরও প্রশ্ন আছে বন্ধু হে, বন্ধু বলি তোমার কাছে,
চার মিষ্টির নাম কর এখন আমার পাশে, বন্ধু হে।
পুরুষ – গুড় মিষ্টি, মধু মিষ্টি, হে কন্যা, আরও মিষ্টি চিনি,
তার চেয়ে অধিক মিষ্টি তোমার মুখের বাণী, কন্যা হে।
একটি পালাগানের রূপে পূর্ণ আলকাপ গান ইউটিউবে শুনুন
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।