আলোছায়া দোলা উতলা ফাগুনে বনবীণা বাজে, পথচারী কলি চলে যে কাকলি

আলোছায়া দোলা উতলা ফাগুনে বনবীণা বাজে হচ্ছে অজয় ভট্টাচার্যের লেখা একটি আধুনিক বাংলা গান। গানটির আকার ছোট। গানটি কেবল নয় লাইনের। গানটি সুর করেছিলেন হিমাংশু দত্ত এবং গেয়েছিলেন শচীন দেববর্মণ। গানটি অজয় ভট্টাচার্যের একটি রাগপ্রধান গান।

গানটি নারায়ণ চৌধুরী সংকলিত ও সম্পাদিত রেণুকা ভট্টাচার্য প্রকাশিত এম সি সরকার এন্ড সন্স প্রাইভেট লিমিটেড পরিবেশিত অজয়-গীতি সংগ্রহ কলকাতা প্রথম প্রকাশ আগস্ট ১৯৭৫ গ্রন্থের ১৪৯ পৃষ্ঠায় প্রকাশিত রয়েছে।

গানের কথা

আলোছায়া দোলা উতলা ফাগুনে বনবীণা বাজে,

পথচারী কলি চলে যে কাকলি জাগে মধু লাজে।

মৃদু ফুলবাসে

সমীর নিশাসে

অজানা আবেশ ধীরে ভেসে আসে আজি হিয়া মাঝে।।

দোলে লতা বেণী সাজে বনপরী,

বাঁধে ফুল রাখি বুঝি মোরে স্মরি।

চারু দিঠি তার ডাকে অনিবার—

এ শুভ লগনে আজি কে কেমনে রহি আন কাজে? ।।

আরো পড়ুন:  বিপ্লবী গান হচ্ছে রাজনৈতিক গান যা বিপ্লবের পক্ষাবলম্বন ও বিপ্লবের প্রশংসা করে

Leave a Comment

error: Content is protected !!