আমার ভাবনার কিন্তু দূর হইল না শুনেন গো মুরশিদ হচ্ছে হেমাঙ্গ বিশ্বাসের লেখা একটি আধুনিক বাংলা গণসংগীত। গানটি মাঝারি আকারের ১৫ লাইনের একটি বাংলা গণসংগীত। গানটি সুর করেছিলেন হেমাঙ্গ বিশ্বাস নিজেই এবং তিনিই গেয়েছিলেন।
গানটি হেমাঙ্গ বিশ্বাসের একটি জনপ্রিয় গণসংগীত এবং এটি এই গানটিতে মুর্শিদের কাছে অভাব সংক্রান্ত অভিযোগ করা হয়েছে। কাহিনী আকারে গায়ক তার অভাব মুর্শিদকে জানাচ্ছেন। গানটি লোকসংগীতের জনপ্রিয় সুরে, মূলত ভাটিয়ালি সুরে গাওয়া হয়েছে। গানটির কথা এবং গানটিকে রোদ্দুরে ডট কম আপনাদের কাছে উপস্থাপন করতে পেরে আনন্দিত।
‘আমার ভাবনার কিন্তু দূর হইল না শুনেন গো মুরশিদ’ গানের কথা
আমার ভাবনার কিন্তু দূর হইল না
শুনেন গো মুরশিদ
আমার ভাবনার কিন্তু দূর হইল না।।
মুরশিদও কারো বা আছে হাতি গো ঘুরা
আমার আছে কানা মেড়াও
মেড়ায় পূব চিনে পশচিম চিনে না ও মুরশিদ
আমার ভাবনার কিন্তু দূর হইল না।।
মুরশিদ ও কারও আছে দালান বা কুঠা
আমার আছে ভাঙ্গা বেরাও
বেরায় মেঘ মানে তুফান মানে না ও মুরশিদ
আমার ভাবনার কিন্তু দূর হইল না।।
মুরশিদ ও কারো বা ধুতি-চাদর ও
আমার আছে ছিড়া তেনা ও
তেনায় লাজ ঢাকে তো আব্রু ঢাকে না ও মুরশিদ
আমার ভাবনার কিন্তু দূর হইল না।।
গানটি ইউটিউবে শুনুন এবং অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিলেট জেলার হবিগঞ্জ মহকুমার চুনারুঘাট উপজেলার মিরাসি গ্রামে জন্ম নেয়া হেমাঙ্গ বিশ্বাস বাংলা গণসংগীতের জননন্দিত মহাযোদ্ধা। তিনি একজন বাঙালি সঙ্গীতশিল্পী, কবি, লেখক এবং সুরকার। মূলত লোকসঙ্গীতকে ভিত্তি করে গণসঙ্গীত সৃষ্টির ক্ষেত্রে তাঁর অবদান বাঙালির ইতিহাসে অবিস্মরণীয়। “হেমাঙ্গ বিশ্বাসের গান” এবং “শঙ্খচিলের গান” তাঁর গানের দুটি সঙ্কলন।