আজাদী হয়নি আজো তোর

আজাদী হয়নি আজো তোর,

নব-বন্ধনও শৃঙ্খলডোর,

দুঃখ রাত্রি হয়নি ভোর,

আগে কদম কদম চলো জোর।।

 

শত শহীদের আত্মদান

একি তারই প্রতিদান

দেশদ্রোহীর এ বিধান

চূর্ণ কর কর অবসান।।

 

সাম্রাজশাহীর পাতা ফাঁদ,

খুনি ধনীকের এ-বনিয়াদ

ভাঙ রে ভাঙ শোষণের বাঁধ,

শোন মহাচীনের সংবাদ।।

 

ওরে ও কিষাণ মজুর

আর মনজিল নয় নয় দূর

ওরে তবু তো পথ বন্ধুর

ডাকে উত্তাল জলসমুদ্দুর।।

আরো পড়ুন:  আমার শান্তির গৃহ, সুখের স্বপনরে.... দরদী কে দিল ভাঙিয়া, মন কান্দেরে পদ্মার

Leave a Comment

error: Content is protected !!