আজাদী হয়নি আজো তোর,
নব-বন্ধনও শৃঙ্খলডোর,
দুঃখ রাত্রি হয়নি ভোর,
আগে কদম কদম চলো জোর।।
শত শহীদের আত্মদান
একি তারই প্রতিদান
দেশদ্রোহীর এ বিধান
চূর্ণ কর কর অবসান।।
সাম্রাজশাহীর পাতা ফাঁদ,
খুনি ধনীকের এ-বনিয়াদ
ভাঙ রে ভাঙ শোষণের বাঁধ,
শোন মহাচীনের সংবাদ।।
ওরে ও কিষাণ মজুর
আর মনজিল নয় নয় দূর
ওরে তবু তো পথ বন্ধুর
ডাকে উত্তাল জলসমুদ্দুর।।
সিলেট জেলার হবিগঞ্জ মহকুমার চুনারুঘাট উপজেলার মিরাসি গ্রামে জন্ম নেয়া হেমাঙ্গ বিশ্বাস বাংলা গণসংগীতের জননন্দিত মহাযোদ্ধা। তিনি একজন বাঙালি সঙ্গীতশিল্পী, কবি, লেখক এবং সুরকার। মূলত লোকসঙ্গীতকে ভিত্তি করে গণসঙ্গীত সৃষ্টির ক্ষেত্রে তাঁর অবদান বাঙালির ইতিহাসে অবিস্মরণীয়। “হেমাঙ্গ বিশ্বাসের গান” এবং “শঙ্খচিলের গান” তাঁর গানের দুটি সঙ্কলন।