বন্ধন-ভয় তুচ্ছ করেছি উচ্চে তুলেছি মাথা
আর কেহ নয়, জেনেছি মোরাই মোদের পরিত্রাতা ৷৷
করিব অথবা মরিব এ পণ, ভরিয়া তুলেছে ভারত ভুবন,
স্বপ্নের মাঝে শুনিতেছি যেন স্বাধীন ভারত-গাথা ।
জয় জয় জয় ভারতের জয়, জয়তু ভারত-মাতা।।
শুনিতেছি নাকি শৃঙ্খল ওই ভাঙিতেছে খান খান,
মুক্তি-কেতন উড়িছে আকাশে তারি বন্দনা গান,
করিব অথবা মরিব এ পণ, ভরিয়া তুলেছে ভারত ভুবন,
লক্ষ প্রাণের বলি-বেদীমূলে নূতন আসন পাতা ।
জয় জয় জয় ভারতের জয়, জয়তু ভারত-মাতা ।।