চম্পক বরণী বলি, দিলি যে চমক কলি — গোবিন্দ অধিকারী

চম্পক বরণী বলি, দিলি যে চমক কলি
এ ফুলে এ কল আছে কে জানে।
এতো ফুল নয় ভাই ত্রিশুল অসি, মরমে রহিল পশি
রাই-রূপসীর রূপ অসি হানেপ্রাণে।।
শ্রীরাধাকুণ্ডবাসী শ্রীরাধা-তুল্যবাসী
অসি সরসী বাসি কাননে
এখন বিনে সেই রাই রূপসী
জ্ঞান হয় সব বিষরাশি, গরলগ্রাসী নাশি জীবনে।
       আমার মিথ্যা নাম  রাখালরাজ
       রাখাল সঙ্গে বিরাজ,
রাখালের রাজ অঙ্গে কাজ কি জানে।
যদি নাই পাই রাধা, জীবনে যার নাইরে রাধা
     আনিতে জীবন রাধা
যারে সুবল সুবোল-বদনীর স্থানে। 

আপনারা যারা গোবিন্দ অধিকারীর ‘বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের’ গানটি শোনেননি তারা ইউটিউবে লোপামুদ্রা মিত্রের গাওয়া গানটি শুনতে পারবেন এই লিংক থেকে এবং কনিকা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গানটি শুনতে পারবেন এই লিংক থেকে।

আরো পড়ুন:  শুক-শারী সংবাদ --- গোবিন্দ অধিকারী

Leave a Comment

error: Content is protected !!