এ গান তোমার শেষ করে দাও

এ গান তোমার শেষ করে দাও      নূতন সুরে বাঁধো বীণাখানি।

আঁধার পথে যাত্রা এবার,            শেষ হয়েছে দিনের জানাজানি।।

কান্না হাসির দিনগুলো সব           একে একে হলো নীরব,

চির রাতের অজানা সুর              বাজাও তবে কঠিন আঘাত হানি।।

ডুবলো যদি একটি রবি               জ্বললো দিনের চিতা

নিভলো যদি একটি বাতি,           জ্বালাও দীপান্বিতা।

বাঁধলে যারে যায় না বাধা            তার লাগি আজ মিছেই কাঁদা,

পরাজয়ের দুঃখ কিরে,                 তার মাঝে রয় জয়ের আশার বাণী।।

আরো পড়ুন:  সে নিল বিদায় না-বলা ব্যথায় আমি ছিনু অভিমানে, রজনীগন্ধা জানে

Leave a Comment

error: Content is protected !!