এই ঝির ঝির ঝির বাতাসে এই গান ভেসে ভেসে আসে, সেই সুরে সুরে মন

এই ঝির ঝির ঝির বাতাসে এই গান ভেসে ভেসে আসে, সেই সুরে সুরে মন নাচে উল্লাসে হচ্ছে সুধীন দাশগুপ্তের লেখা একটি আধুনিক বাংলা গান। গানটি মাঝারি আকারের ১৫ লাইনের একটি গান। গানটি সুর করেছিলেন সুধীন দাশগুপ্ত নিজেই এবং প্রথম রেকর্ডিংয়ে গেয়েছিলেন ধনঞ্জয় ভট্টাচার্য। গানটি সুধীন দাশগুপ্তের একটি গীতিকবিতা। গানটি পরবর্তীতে শ্রীকান্ত আচার্যসহ অনেকেই রিমেক করেছেন। গানটি বিভিন্ন অনুষ্ঠানে গিটারে বাজিয়ে শোনানো হয়।

গানটি শিশির চক্রবর্তী সংকলিত পত্রভারতী কলকাতা প্রকাশিত দ্বিতীয় মুদ্রণ ডিসেম্বর ২০১৮পাঁচদশকের আধুনিক বাংলা গানের গীতবিতান এ শুধু গানের দিন গ্রন্থের ১৫৬ পৃষ্ঠায় প্রকাশিত রয়েছে।

এই ঝির ঝির ঝির বাতাসে গানটির গানের কথা

এই ঝির ঝির ঝির বাতাসে
এই গান ভেসে ভেসে আসে
সেই সুরে সুরে মন নাচে উল্লাসে।
তুমি কত দূরে তবু এই সুরে
মনে হয় যেন তুমি আছ মোর পাশে।
জীবনে তাই আজ এত আলো
তোমারে যে বেসেছি গো ভালো—
তুমি আছ বলে তারার দীপ জ্বলে,
মেঘের আড়ালে চাঁদ তাই যেন হাসে।।

জানো না কি ওগো মধুমিতা
আমার মনের এই কথা।
মেঘে মেঘে আজ কত খেলা
রঙে রঙে আজ তাই মেলা—
দূর হতে হৃদয় যায় উড়ে
সোনালি স্বপন ভরা নীল নীল আকাশে।।

গানটি গিটারের সুরে শুনুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

এই ঝির ঝির বাতাসে কি গান ভেসে আসে

Leave a Comment

error: Content is protected !!