এইটুকু এই জীবনটাতে হাসতে মানা চলতে মানা, কথাটিও কইতে মানা

এইটুকু এই জীবনটাতে হাসতে মানা চলতে মানা, কথাটিও কইতে মানা হচ্ছে সুবীর হাজরার লেখা একটি আধুনিক বাংলা গান। গানটি মাঝারি আকারের ১৪ লাইনের একটি গান। গানটি সুর করেছিলেন সুধীন দাশগুপ্ত এবং প্রথম রেকর্ডিংয়ে ১৯৬০ সালে গেয়েছিলেন ধনঞ্জয় ভট্টাচার্য। গানটি সুবীর হাজরার একটি গীতিকবিতা। গানটিতে না বলা অনুভূতিকে হাস্যরসের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।

গানটি শিশির চক্রবর্তী সংকলিত পত্রভারতী কলকাতা প্রকাশিত দ্বিতীয় মুদ্রণ ডিসেম্বর ২০১৮পাঁচদশকের আধুনিক বাংলা গানের গীতবিতান এ শুধু গানের দিন গ্রন্থের ১৫৫ পৃষ্ঠায় প্রকাশিত রয়েছে।

এইটুকু এই জীবনটাতে হাসতে মানা গানটির গানের কথা

এইটুকু এই জীবনটাতে
হাসতে মানা চলতে মানা কথাটিও কইতে মানা।
এই মানায় ভরা জীবনটা কেমন করে কাটাব তা
নেই জানা, নেই জানা।।

যদি না হাসতে পারি এই জীবনে খুশির হাসি,
যদি না বলতে পারি আমি তোমায় ভালোবাসি,
তাহলে দূরের মানুষ
কাছে কি আর যায় আনা।।

আমার নেইকো কোনো দাম
রামের মতো হতেও পারি
হতেও পারি শ্যাম-
কানা ছেলের যেমনটি হয় পদ্মলোচন নাম।
আমি যে সং সেজে
এই সংসারে বেড়াই ফিরে
আমি যে মিথ্যে হাসি দিয়ে ঢাকি কান্নাটিরে-
জীবনের পাওনা কিছুই নেই বলে তাই সব দেনা।।

গানটি ইউটিউব থেকে শুনুন

এইটুকু এই জীবনটাতে

Leave a Comment

error: Content is protected !!