একটি দুটি তারা করে উঠি উঠি, মনকে দিলাম ছুটি তাই গো এই সন্ধ্যায় হচ্ছে গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা একটি আধুনিক বাংলা গান। গানটি ছোট আকারের ১০ লাইনের একটি বাংলা প্রেমের গান। গানটি সুর করেছিলেন নচিকেতা ঘোষ এবং গানটি প্রথম রেকর্ডিংয়ে গেয়েছিলেন দ্বিজেন মুখোপাধ্যায়।
গানটি গৌরীপ্রসন্ন মজুমদারের একটি অনুত্তীর্ণ গীতিকবিতা। গৌরীপ্রসন্ন মজুমদারের এই গানটিতে আধুনিক বাংলা প্রেমের গানের প্রধান বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে। প্রেম, বিরহ, প্রকৃতি, সুরেলা আবেশ, সমর্পণ মিলিয়ে গানটি রোমান্টিকতার এক চূড়ান্ত রূপ। যদিও এই গানে সেই পুরনো ফুল পাখি চাঁদের উপমা বহুলভাবে ব্যবহৃত হয়েছে।
গানটি শিশির চক্রবর্তী সংকলিত পত্রভারতী কলকাতা প্রকাশিত দ্বিতীয় মুদ্রণ ডিসেম্বর ২০১৮পাঁচদশকের আধুনিক বাংলা গানের গীতবিতান এ শুধু গানের দিন গ্রন্থের ১৪৬ পৃষ্ঠায় প্রকাশিত রয়েছে। রোদ্দুরে ডট কম গানটি প্রকাশ করতে পেরে আনন্দিত।
একটি দুটি তারা করে উঠি উঠি গানটির গানের কথা
একটি দুটি তারা করে উঠি উঠি
মনকে দিলাম ছুটি তাই গো এই সন্ধ্যায়।
একটি দুটি ফুল করে ফুটি ফুটি
যেথা খুশি মুঠি মুঠি পাই গো সেথা মন ধায়।।
তোমার আমার মাঝে রবে নীরবতা
মাঝে মাঝে শুধু একটি দুটি কথা,
সেই শুনে উলু দেবে অলি নিশিগন্ধায়।।
প্রথম রাতের চাঁদ জেগে রবে দূরে
বাতাসের বাঁশি ভরে যাবে সুরে,
সেই শুনে ঢুলু ঢুলু হবে আঁখি তন্দ্রায়।।
গানটি ইউটিউবে শুনুন এখান থেকে:
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।