ফুলগুলি কোথায় গেল
কতদিন কেটে গেল
ফুলগুলি কোথায় গেল
কতদিন হলো!
ফুলগুলি কোথায় গেল
ফুলকুমারী ছিঁড়ে নিল
আর কবে বুঝিবে বলো
তারা বুঝিবে বলো।।
কুমারীরা কোথায় গেল
কতদিন কেটে গেল
কুমারীরা কোথা গেল
কতদিন হলো!
কুমারীরা কোথা গেল
সৈনিকের সাথী হল
আর কবে বুঝিবে বলো
তারা বুঝিবে বলো।।
সৈনিকেরা কোথা গেল
কতদিন কেটে গেল
সৈনিকেরা কোথায় গেল
কতদিন হলো!
সৈনিকেরা কোথায় গেল
সমাধী শিয়রে শুয়ে সবে
আর কবে বুঝিবে বলো
তারা বুঝিবে বলো।।
সমাধি কোথায় গেল
কতদিন কেটে গেল
সমাধি কোথায় গেল
কতদিন হলো!
সমাধী কোথায় গেল
ঝরাফুলে ঢেকে দিল
আর কবে বুঝিবে বলো
তারা বুঝিবে বলো।।
সিলেট জেলার হবিগঞ্জ মহকুমার চুনারুঘাট উপজেলার মিরাসি গ্রামে জন্ম নেয়া হেমাঙ্গ বিশ্বাস বাংলা গণসংগীতের জননন্দিত মহাযোদ্ধা। তিনি একজন বাঙালি সঙ্গীতশিল্পী, কবি, লেখক এবং সুরকার। মূলত লোকসঙ্গীতকে ভিত্তি করে গণসঙ্গীত সৃষ্টির ক্ষেত্রে তাঁর অবদান বাঙালির ইতিহাসে অবিস্মরণীয়। “হেমাঙ্গ বিশ্বাসের গান” এবং “শঙ্খচিলের গান” তাঁর গানের দুটি সঙ্কলন।