ঘুম ভুলেছি নিঝুম এ নিশীথে জেগে থাকি

ঘুম ভুলেছি নিঝুম এ নিশীথে জেগে থাকি,

আর আমারই মতো জাগে নীড়ে দুটি পাখি।।

কথা দিয়েছিলে আসিবে গো ফিরে,

চাঁদ জাগে দূরে আকাশের তীরে—

তাই তোমারেই আমি বারে বারে পিছু ডাকি।।

একে একে ওই ডুবে গেল তারা,

তবু তুমি ওগো দিলে না তো সাড়া—

হায়, আলেয়া যেন আলো হয়ে দিল ফাঁকি।।

কথা : গৌরীপ্রসন্ন মজুমদার

সুর : শিল্পী

শিল্পী: শচীন দেববর্মণ

আরো পড়ুন:  ছিল চাঁদ মেঘের ওপারে, বিরহীর ব্যথা লয়ে বাঁশরীর সুর হয়ে, কে গো আজ ডাকিল তারে

Leave a Comment

error: Content is protected !!