ঘোর কলিকাল আইল আকাল সোনার বাংলায়

হায় – হায়,

ঘোর কলিকাল আইল আকাল সোনার বাংলায়

ক্ষুধার অনল দিকে দিকে ধিকিধিকি ধায়।।

 

শ্মশান চিতায় ডাকে শকুনি

হা অন্ন হা অন্ন ধ্বনি চারিদিকে শুনি,

লোকের দুঃখ দেখে চোখের জলে বক্ষ ভেসে যায়।।

 

ক্ষুধায় মানুষ ঘুরে ফিরে

মায়ের কোলে শিশু সন্তান মরে অনাহারে

মৃত সন্তান বুকে নিয়ে কাঁদে রে বাপ মায়।।

 

শুনে ভাই রে পরাণ বিদরে

মরা মানুষ টানিয়া লয় শৃগাল কুকুরে;

নর-কঙ্কাল খাদ্য খোঁজে ময়লা ময়লা নর্দমায়।।

 

শুনে ভাইরে দুঃখেতে মরি

অন্ন লইয়া নর কুকুরে করে কাড়াকাড়ি

নিজ হাতে সন্তানেরে বিক্রি করে খায়।।        [অংশ]

আরো পড়ুন:  আমি যে দেখেছি সেই দেশ

Leave a Comment

error: Content is protected !!