হারা-মরু নদী, শ্রান্ত দিনের পাখি

হারা-মরু নদী, শ্রান্ত দিনের পাখি,

নিভু-নিভু দীপ, আর্ত-আতুর নহ একাকী।

সাগর কিনারে করুণার তীরে,

জীর্ণ তরীরা যেথা গিয়ে ভিড়ে,

সে মহামেলায় বেদনা তীর্থে আজিকে তোমারে ডাকি।

ধরণী যাদের ধরিতে না চায়,

দেবতা ফিরায় মুখ,    

তাদের লাগিয়া মমতায় ভরা

শুধু মানুষেরই বুক,

এ তিমির শেষে আছে রে প্রভাত,

সাদরে সবার ধর শুধু হাত,

হৃদয় সুধার বিনিময়ে ফিরে স্বর্গ মিলিবে নাকি।

আরো পড়ুন:  প্রেমেন্দ্র মিত্র আধুনিক বাঙালি কবি ছোটগল্পকার, ঔপন্যাসিক এবং চিত্রপরিচালক

Leave a Comment

error: Content is protected !!