হারা-মরু নদী, শ্রান্ত দিনের পাখি,
নিভু-নিভু দীপ, আর্ত-আতুর নহ একাকী।
সাগর কিনারে করুণার তীরে,
জীর্ণ তরীরা যেথা গিয়ে ভিড়ে,
সে মহামেলায় বেদনা তীর্থে আজিকে তোমারে ডাকি।
ধরণী যাদের ধরিতে না চায়,
দেবতা ফিরায় মুখ,
তাদের লাগিয়া মমতায় ভরা
শুধু মানুষেরই বুক,
এ তিমির শেষে আছে রে প্রভাত,
সাদরে সবার ধর শুধু হাত,
হৃদয় সুধার বিনিময়ে ফিরে স্বর্গ মিলিবে নাকি।
প্রেমেন্দ্র মিত্র ( জন্ম: ১৯০৪ – মৃত্যু: ৩ মে, ১৯৮৮) বাঙালি কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক এবং চিত্রপরিচালক ছিলেন। বিচিত্রকর্মা মানুষ। প্রধানত কবি ও কথা সাহিত্যিক। এছাড়া শিক্ষকতা, পত্রিকা সম্পাদনা, চিত্রনাট্য লেখা ও চলচ্চিত্র পরিচালনা, বেতার কেন্দ্র পরিচালনা ইত্যাদি নানাবিধ কাজ সারাজীবনে করেছেন। অশীতিপর জীবনেও পূর্ণসময়ের সাহিত্যসেবক ছিলেন।