হেই সামালো ধান হো
কাস্তেটা দাও শাণ হো
জান কবুল আর মান কবুল,
আর দেবনা আর দেবনা
রক্তে বোনা ধান মোদের প্রাণ হো।।
চিনি তোমায় চিনি গো
জানি তোমায় জানি গো,
সাদা হাতির কালা মাহুত তুমিই না?
পঞ্চাশে লাখ প্রাণ দিসি
মা-বোনেদের মান দিসি,
কালোবাজার আলো কর তুমিই না?
মোরা তুলব না ধান পরের গোলায়
মরব না আর ক্ষুধার জ্বালায় মরব না।
ধার জমিতে লাঙ্গল চালাই
ঢের সয়েসি আর তো মোরা সইব না
এই লাঙ্গল ধরা কড়া হাতের শপথ ভুলো না।।
সলিল চৌধুরী (হিন্দি: सलिल चौधरी, মালয়ালম: സലില് ചൗധരി) (নভেম্বর ১৯, ১৯২৫ – সেপ্টেম্বর ৬, ১৯৯৫) একজন ভারতীয় সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার এবং গল্পকার। তিনি মূলত বাংলা, হিন্দি, এবং মালয়ালাম চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন। আধুনিক বাংলা গানের সুরস্রষ্টা হিসেবে এবং গণসংগীতের প্রণেতা হিসেবে তিনি একজন স্মরণীয় বাঙালি। তাঁর দুটি প্রকাশিত গ্রন্থ হচ্ছে ‘প্রান্তরের গান’ এবং ‘সলিল চৌধুরীর গান’। হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায় প্রমুখ উল্লেখযোগ্য সংগীতশিল্পীগণ তাঁর রচিত গান গেয়েছেন।