হেই সামালো

হেই সামালো ধান হো
কাস্তেটা দাও শাণ হো
জান কবুল আর মান কবুল,
আর দেবনা আর দেবনা
রক্তে বোনা ধান মোদের প্রাণ হো।।

চিনি তোমায় চিনি গো
জানি তোমায় জানি গো,
সাদা হাতির কালা মাহুত তুমিই না?

পঞ্চাশে লাখ প্রাণ দিসি
মা-বোনেদের মান দিসি,
কালোবাজার আলো কর তুমিই না?

মোরা তুলব না ধান পরের গোলায়
মরব না আর ক্ষুধার জ্বালায় মরব না।
ধার জমিতে লাঙ্গল চালাই
ঢের সয়েসি আর তো মোরা সইব না
এই লাঙ্গল ধরা কড়া হাতের শপথ ভুলো না।।

আরো পড়ুন:  পরেশ ধর বিশ শতকের মহান গণসংগীত শিল্পী গীতিকার

Leave a Comment

error: Content is protected !!