হবিগঞ্জের জালালী কইতর

হবিগঞ্জের জালালী কইতর,

সুনামগঞ্জের কুরা,

সুরমা নদীর গাংচিল,

আমি শূন্যে দিলাম উড়া।

শূন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর

ডানা ভাইঙ্গা পড়লাম আমি কৈলকাত্তার উপর

তোমরা আমায় চিনছনি।।

 

হাওরের পানি নাইরে হেথায়, নাইরে তাজা মাছ

বিলের বুকে ডানা মেলা নাইরে, হিজল গাছ

বন্ধু নাইরে তাজা মাছ

তবু নিদহারা নগরের পথে রাইতে দুপুরে

মরমিয়া ভাটিয়ালি আমার গলায় ঝুরে

তোমরা আমায় চিনছনি।।

 

এই সুরে আছেরে বন্ধু অশ্বত্থ বটের ছায়া

এই সুরে বিছাইয়া দেয়রে শীতল পাটির মায়া

বন্ধু অশ্বত্থ বটের ছায়া।

এই না সুরের পালের দোলায়, খুশির হাওয়া বয়

এই সুরের দৌলতে আমি জগত করলাম জয়

তোমরা আমায় চিনছনি।।

আরো পড়ুন:  আমার ভাবনার কিন্তু দূর হইল না শুনেন গো মুরশিদ, আমার ভাবনার কিন্তু দূর হইল না

Leave a Comment

error: Content is protected !!