হৃদয়ে মোর রক্ত ঝরে

হৃদয়ে মোর রক্ত ঝরে,

ব্যথায় দুটি নয়ন ভরে,

শিল্পী আমি, আমায় তবু গাইতে হবে গান

পাবার কিছু নেই শুধু মোর দেবার থাকে দান ॥

বসন্ত মোর কেঁদে লুটায় মনের মধুবনে,

না-মেটা সাধ, ভাঙা-আশা, দুখের প্রহর গোনে,

আনন্দে তাও ভরিয়ে দিতে হবে সবার প্রাণ।।

যার প্রেমে হয় শ্যামল ধরা

ফুলের বুকে গন্ধ ভরা

সেই ধরণী ধূসর ক’রে ফুল ঝরায়ে দেবে

যে দিল মোর কণ্ঠ সুধা সেই তা কেড়ে নেবে।

সেদিন আমার রেখে-যাওয়া গানের বাঁশি দেখে

নতুন কোন বাঁশুরিয়ায় নেবে সবাই ডেকে

না-জেনে তার কাছেই জানি শুনবে আমার তান ।।

আরো পড়ুন:  বিশ শতকের বিখ্যাত কবি শ্যামল গুপ্তের অনেকগুলো জনপ্রিয় আধুনিক বাংলা গান

Leave a Comment

error: Content is protected !!