হৃদয়ে মোর রক্ত ঝরে,
ব্যথায় দুটি নয়ন ভরে,
শিল্পী আমি, আমায় তবু গাইতে হবে গান
পাবার কিছু নেই শুধু মোর দেবার থাকে দান ॥
বসন্ত মোর কেঁদে লুটায় মনের মধুবনে,
না-মেটা সাধ, ভাঙা-আশা, দুখের প্রহর গোনে,
আনন্দে তাও ভরিয়ে দিতে হবে সবার প্রাণ।।
যার প্রেমে হয় শ্যামল ধরা
ফুলের বুকে গন্ধ ভরা
সেই ধরণী ধূসর ক’রে ফুল ঝরায়ে দেবে
যে দিল মোর কণ্ঠ সুধা সেই তা কেড়ে নেবে।
সেদিন আমার রেখে-যাওয়া গানের বাঁশি দেখে
নতুন কোন বাঁশুরিয়ায় নেবে সবাই ডেকে
না-জেনে তার কাছেই জানি শুনবে আমার তান ।।
শ্যামল গুপ্ত (৩ ডিসেম্বর ১৯২২ – ২৮ জুলাই ২০১০) আধুনিক বাংলা গানের গীতিকার। তাঁর রচিত গানের সংখ্যা প্রায় দু হাজার। তার মধ্যে চলচ্চিত্রের জন্য লেখা আড়াইশো-তিনশো গান। প্রকাশিত গীত-সংকলন ‘আধুনিক গান’ (১৯৬৩)। ‘হারমোনিয়াম’ চলচ্চিত্রের গান লেখার জন্য পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া পুরস্কার।