ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে ঢেউ খেলিয়া যায় রে
ঝির ঝির ঝির হাওয়ায়র।
মল বাজায়ে মন মাতায়ে জল নিতে কেউ যায় না—
বউ-কথা-কও পাখি ডাকে বউ তো ফিরে চায় না
মন পাগল হাওয়ায় হায় রে আজ তুমি কোথায়।।
টলমল টলমল ধানের ক্ষেতে ঢেউ খেলিয়া যায় রে
শনশন শন হাওয়ারে ঢেউ খেলিয়া যায় রে
চুল উড়ায়ে ফুল ছড়ায়ে আলপথে কেউ যায় না
পাগল হাওয়া আঁচল টেনে আর তো নাগাল পায় না
মন কাঁদে হায় হায় রে আজ তুমি কোথায়।
ছল ছল ছল ছল আঁখির জলে ঢেউ খেলিয়া যায় রে
রিম ঝিম ঝিম বরষায় রে ঢেউ খেলিয়া যায়।
গুনগুনায়ে গান শুনায়ে কেউ ব্যথা ভোলায় না
একলা থাকার দিন যে আমার শেষ হতে আর চায় না—
মন কাঁদে হায় হায় রে আজ তুমি কোথায় কোথায়।
কথা : মোহিনী চৌধুরী
সুর : শিল্পী
শিল্পী: শচীন দেববর্মণ
মোহিনী চৌধুরী খ্যাতনামা বাঙালি কবি, গীতিকার ও চিত্র পরিচালক। জন্মেছিলেন ১৯২০ সালের ৫ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার ডহরপাড়া গ্রামে। শৈশব কৈশোর কেটেছে উত্তর কলকাতায়। রিপন কলেজ থেকে ইংরাজি সাহিত্যের সাম্মানিক স্নাতক। ‘কালস্রোত’, ‘অনুষ্টুপ ছন্দ’, ‘রাজদ্রোহী’, ‘নায়িকা সংবাদ’, ‘শুকসারী’ প্রভৃতি ছবির জন্য গান লিখেছেন। গীতিকার মোহিনী চৌধুরী মারা যান ২১ মে, ১৯৮৭।