ঝরা ফুলে ভরা এই যে সমাধিতল –
এই তো আমার মাটির বাসর প্রেমের তাজমহল।।
কে বলে আমার প্রিয়তমা নাই,
পাই না দেখিতে তবু সাড়া পাই–
চোখে ঝরে জল হায় মনে তবু দোলে মিলনের শতদল।।
আধো রাতে যবে ঘুম ভেঙে যায় সেথায় নীরবে আসি,
দেখি জোছনায় ছড়ানো রয়েছে হারানো প্রিয়ার হাসি।
বউ-কথা-কও পাখি দূরে গায়
সুরে সুরে সে যে প্রিয়ারে জাগায়,
মরণ ঘুমেরে স্মরণ মায়ায় মনে হলো শুধু ছল।।
অন্তঃটীকা: শৈলেশ দত্তগুপ্ত এই গানটিতে সুরারোপ করেছিলেন।
মোহিনী চৌধুরী খ্যাতনামা বাঙালি কবি, গীতিকার ও চিত্র পরিচালক। জন্মেছিলেন ১৯২০ সালের ৫ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার ডহরপাড়া গ্রামে। শৈশব কৈশোর কেটেছে উত্তর কলকাতায়। রিপন কলেজ থেকে ইংরাজি সাহিত্যের সাম্মানিক স্নাতক। ‘কালস্রোত’, ‘অনুষ্টুপ ছন্দ’, ‘রাজদ্রোহী’, ‘নায়িকা সংবাদ’, ‘শুকসারী’ প্রভৃতি ছবির জন্য গান লিখেছেন। গীতিকার মোহিনী চৌধুরী মারা যান ২১ মে, ১৯৮৭।