কালসাপে দংশে আমায়
ওঝা হয়ে সে যেন রে বিষ নামায়।
ছোবল খেয়ে কালো হইলাম,
এখন আমার কী হবে উপায়?
যার রূপেতে মজেছিলাম হায়,
সে কালাচাঁদ আমারে গো কলঙ্কে ডুবায়।।
মরণ বাঁচন কালার হাতে,
মারিয়া পারে বাঁচাইতে,
এমন বৈদ্য পাবে কে কোথায়?
কৃষ্ণপ্রেমে মরি যদি হায়,
অবশেষে কালা যেন আমারে বাঁচায়।।।
কথা : মীরা দেববর্মণ
সুর : শিল্পী
শিল্পী: শচীন দেববর্মণ
মীরা দেববর্মণ (মার্চ ১৯১৯ – ১৫ অক্টোবর ২০০৭) জন্মেছিলেন বাংলাদেশের কুমিল্লায় ১৯১৯ খ্রিষ্টাব্দের মার্চ মাসে। মীরা হচ্ছেন বাংলার একজন খ্যাতনামা গীতিকার এবং সঙ্গীত শিল্পী। তিনি বাংলার বিখ্যাত সুরকার শচীন দেববর্মণের স্ত্রী এবং রাহুল দেববর্মণের মাতা। তাঁর উল্লেখযোগ্য গান গুলো হলো ‘আজ দোল দিল কে’ (১৯৪৬), ‘তুম হ বড়ে চিতচোর’ (১৯৪৬), ‘কেন হায় স্বপ্ন ভাঙ্গার আগে’ (১৯৪৯), ‘কালি বদরিয়া ছা গয়ে, ডালি ডালি ফুল’ (১৯৪৮), ‘কে দিল ঘুম ভাঙ্গায়ে’ (১৯৪৯) ইত্যাদি।