কালসাপে দংশে আমায়, ওঝা হয়ে সে যেন রে বিষ নামায়। ছোবল খেয়ে

কালসাপে দংশে আমায়
ওঝা হয়ে সে যেন রে বিষ নামায়।
ছোবল খেয়ে কালো হইলাম,
এখন আমার কী হবে উপায়?
যার রূপেতে মজেছিলাম হায়,
সে কালাচাঁদ আমারে গো কলঙ্কে ডুবায়।।

মরণ বাঁচন কালার হাতে,
মারিয়া পারে বাঁচাইতে,
এমন বৈদ্য পাবে কে কোথায়?
কৃষ্ণপ্রেমে মরি যদি হায়,
অবশেষে কালা যেন আমারে বাঁচায়।।।

কথা : মীরা দেববর্মণ
সুর : শিল্পী
শিল্পী: শচীন দেববর্মণ

আরো পড়ুন:  মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে

Leave a Comment

error: Content is protected !!