কেন এ হৃদয় নিজেরে লুকাতে চায় – মুকুল যেমন আপনারে ঢাকে বনপল্লব ছায় হচ্ছে প্রণব রায়ের লেখা একটি আধুনিক বাংলা গান। গানটি ১২ লাইনের মাঝারি আকারের আধুনিক বাংলা প্রেমের গান। গানটির সুরকার এবং শিল্পীর নাম জানা যায়নি। গানটি প্রেমের প্রশস্তিমূলক, এবং গানের কথাগুলো নিজেকে প্রেমের কাছে সমর্পিত করার। গানটি হয়ে উঠেছে এক অনবদ্য গান।
গানটি সুধীর চক্রবর্তী সংকলিত ও সম্পাদিত প্যাপিরাস কলকাতা প্রকাশিত প্রথম প্রকাশ ১ বৈশাখ ১৩৯৪ আধুনিক বাংলা গান গ্রন্থে প্রকাশিত রয়েছে।
গানের কথা
কেন এ হৃদয় নিজেরে লুকাতে চায় –
মুকুল যেমন আপনারে ঢাকে বনপল্লব ছায়।।
আপনারে কেন অঞ্জলি সম
পারি না তোমারে দিতে প্রিয়তম
অন্তরে মোর কত ফুল ফোটে
নীরবেই ঝ’রে যায়।।
দূরে গেলে তুমি দূর হতে চেয়ে থাকি।
ফিরে এলে কাছে মুখপানে তব চাহে না তো ভীরু আঁখি।
তবু তুমি মোরে করিয়ো না ভুল
আমি যে তোমাতে নিবেদিত ফুল
এ-হৃদয় কবে জয় ক’রে লবে
রয়েছি সে আশায়।।
কবি প্রণব রায়ের জন্ম বড়িশার সাবর্ণ রায়চৌধুরী পরিবারে। পিতার নাম দেবকুমার রায়চৌধুরী। ছোটবেলা থেকেই প্রণবের কবিতার প্রতি ভালবাসা জন্মেছিল। “বিশ্ববন্ধু” পত্রিকায় “কমরেড” নামে একটি কবিতা লিখে কারাবরণ করেন। জেল থেকে বেরিয়ে শুরু করেন রহস্য-পত্রিকা “রোমাঞ্চ”। ছোট গল্প, কবিতা লিখেছেন “বসুমতী”, “গল্পলহরী”, “পুষ্পপাত্র”, “শিশির” প্রভৃতি পত্রিকায়। ১৯৩৪ সালে কাজী নজরুল ইসলামের সংস্পর্শে এসে তাঁর গীতিকার জীবনের শুরু। তিনি বহু “প্রথম”-এর অধিকারী! কমলা ঝরিয়ার প্রথম রেকর্ডের জন্য প্রথম গান “ও বিদেশী বন্ধু” তাঁর লেখা। ধনঞ্জয় ভট্টাচার্য, মানবেন্দ্র মুখোপাধ্যায়-এর রেকর্ডের প্রথম গান, জগন্ময় মিত্রর গাওয়া প্রথম বাংলা ব্যালাড “চিঠি” প্রণব রায়েরই লেখা।