কেন এ হৃদয় নিজেরে লুকাতে চায় – মুকুল যেমন আপনারে ঢাকে বনপল্লব ছায়

কেন এ হৃদয় নিজেরে লুকাতে চায় – মুকুল যেমন আপনারে ঢাকে বনপল্লব ছায় হচ্ছে প্রণব রায়ের লেখা একটি আধুনিক বাংলা গান। গানটি ১২ লাইনের মাঝারি আকারের আধুনিক বাংলা প্রেমের গান। গানটির সুরকার এবং শিল্পীর নাম জানা যায়নি। গানটি প্রেমের প্রশস্তিমূলক, এবং গানের কথাগুলো নিজেকে প্রেমের কাছে সমর্পিত করার। গানটি হয়ে উঠেছে এক অনবদ্য গান।

গানটি সুধীর চক্রবর্তী সংকলিত ও সম্পাদিত প্যাপিরাস কলকাতা প্রকাশিত প্রথম প্রকাশ ১ বৈশাখ ১৩৯৪ আধুনিক বাংলা গান গ্রন্থে প্রকাশিত রয়েছে।

গানের কথা

কেন এ হৃদয় নিজেরে লুকাতে চায় –

মুকুল যেমন আপনারে ঢাকে বনপল্লব ছায়।।

 

আপনারে কেন অঞ্জলি সম

পারি না তোমারে দিতে প্রিয়তম

অন্তরে মোর কত ফুল ফোটে

নীরবেই ঝ’রে যায়।।

 

দূরে গেলে তুমি দূর হতে চেয়ে থাকি।

ফিরে এলে কাছে মুখপানে তব চাহে না তো ভীরু আঁখি।

তবু তুমি মোরে করিয়ো না ভুল

আমি যে তোমাতে নিবেদিত ফুল

এ-হৃদয় কবে জয় ক’রে লবে

রয়েছি সে আশায়।।

Leave a Comment

error: Content is protected !!