কেন পিয়া পিয়া বলে ডাকে পাপিয়া

কেন পিয়া পিয়া বলে ডাকে পাপিয়া
হায় অভিমানে চলে গেছে তারও কি প্রিয়া।।

চলে গেছে প্রিয়া মম কত দূরে হায়,
সুরে সুরে হিয়া সে তো উড়ে যেতে চায়–
আমি কাঁদি তারই ভাঙা বীণা বুকে চাপিয়া।।

জাগে এ মাধবী রাতে মাধবী কুসুম,
সুখ নাহি জাগে মনে, চোখে নাহি ঘুম।
দোলে মন ক্ষণে ক্ষণে মিলনমায়া,
প্রিয়া নাই তবু দেখি প্রিয়ারই ছায়া–
মনে দীপশিখা সম এ কি ওঠে কাঁপিয়া।।

 

অন্তঃটীকা: শৈলেশ দত্তগুপ্ত এই গানটিতে সুরারোপ করেছিলেন। সম্ভবত ১৯৪৯ সালে লেখা হয়।

আরো পড়ুন:  আমি দুরন্ত বৈশাখী ঝড়

Leave a Comment

error: Content is protected !!