কেন পিয়া পিয়া বলে ডাকে পাপিয়া
হায় অভিমানে চলে গেছে তারও কি প্রিয়া।।
চলে গেছে প্রিয়া মম কত দূরে হায়,
সুরে সুরে হিয়া সে তো উড়ে যেতে চায়–
আমি কাঁদি তারই ভাঙা বীণা বুকে চাপিয়া।।
জাগে এ মাধবী রাতে মাধবী কুসুম,
সুখ নাহি জাগে মনে, চোখে নাহি ঘুম।
দোলে মন ক্ষণে ক্ষণে মিলনমায়া,
প্রিয়া নাই তবু দেখি প্রিয়ারই ছায়া–
মনে দীপশিখা সম এ কি ওঠে কাঁপিয়া।।
অন্তঃটীকা: শৈলেশ দত্তগুপ্ত এই গানটিতে সুরারোপ করেছিলেন। সম্ভবত ১৯৪৯ সালে লেখা হয়।
মোহিনী চৌধুরী খ্যাতনামা বাঙালি কবি, গীতিকার ও চিত্র পরিচালক। জন্মেছিলেন ১৯২০ সালের ৫ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার ডহরপাড়া গ্রামে। শৈশব কৈশোর কেটেছে উত্তর কলকাতায়। রিপন কলেজ থেকে ইংরাজি সাহিত্যের সাম্মানিক স্নাতক। ‘কালস্রোত’, ‘অনুষ্টুপ ছন্দ’, ‘রাজদ্রোহী’, ‘নায়িকা সংবাদ’, ‘শুকসারী’ প্রভৃতি ছবির জন্য গান লিখেছেন। গীতিকার মোহিনী চৌধুরী মারা যান ২১ মে, ১৯৮৭।