কথা দিয়ে এলে না

কথা দিয়ে এলে না,

ডেকে সাড়া মেলে না—

তুমি কোথায়, তুমি কোথায়।

ঝরি ঝরি করে মিলনের মালা

তবুও এখনো ঝরেনি,

পথ চেয়ে চেয়ে নিরাশায় তবু

আঁখি দুটি জলে ভরেনি।

আসিবে কি তুমি এই পথে আর

শুধায় হৃদয় শুধু বার বার

তবে কি গো তুমি ঠিকানা আমার

বলো পেলে না, এলে না এলে না।।

বারে বারে তবু মনে হয় শুধু

এখনি বুঝি বা আসিবে,

হয়তো আবার আগের মতোই

মুখপানে চেয়ে হাসিবে।

মেঘের আড়ালে ডুবে গেল চাঁদ,

শেষের প্রহরে এল অবসাদ—

যদি সেই শেষ দেখা— কেন গো আমায়

বলে গেলে না, এলে না এলে ।।

কথা : গৌরীপ্রসন্ন মজুমদার

সুর : শিল্পী

শিল্পী: শচীন দেববর্মণ

Leave a Comment

error: Content is protected !!