কতদিন দেখা হয়নি দুজনে
জানি না কেমন আছ!
কোথায় আছ যে তাও!
ফাগুনের এই সোনালী হাসির বেলা
পথে পড়ে আছে ঝরা-বকুলের মেলা
মনে হয় এ যে আমারই কাহিনী
আজ তুমি লিখে যাও।।
বহু খুঁজে খুঁজে এবারে তোমার
ঠিকানা না পেয়ে শেষে
গানের মিনতি তাই তো পাঠাই।
অজানা সুদূর দেশে।
যদি কোনদিন শোনো এ গান আমার কাঁদে
যদি মনে হয় আমি ভেঙে গেছি অবসাদে।
শুধু আঁখি হ’তে দিয়ো এক ফোঁটা জল
যদি কিছু দিতে চাও॥
শ্যামল গুপ্ত (৩ ডিসেম্বর ১৯২২ – ২৮ জুলাই ২০১০) আধুনিক বাংলা গানের গীতিকার। তাঁর রচিত গানের সংখ্যা প্রায় দু হাজার। তার মধ্যে চলচ্চিত্রের জন্য লেখা আড়াইশো-তিনশো গান। প্রকাশিত গীত-সংকলন ‘আধুনিক গান’ (১৯৬৩)। ‘হারমোনিয়াম’ চলচ্চিত্রের গান লেখার জন্য পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া পুরস্কার।