কতদিন দেখা হয়নি দুজনে

কতদিন দেখা হয়নি দুজনে

জানি না কেমন আছ!

কোথায় আছ যে তাও!

ফাগুনের এই সোনালী হাসির বেলা

পথে পড়ে আছে ঝরা-বকুলের মেলা

মনে হয় এ যে আমারই কাহিনী

আজ তুমি লিখে যাও।।

বহু খুঁজে খুঁজে এবারে তোমার

ঠিকানা না পেয়ে শেষে

গানের মিনতি তাই তো পাঠাই।

অজানা সুদূর দেশে।

যদি কোনদিন শোনো এ গান আমার কাঁদে

যদি মনে হয় আমি ভেঙে গেছি অবসাদে।

শুধু আঁখি হ’তে দিয়ো এক ফোঁটা জল

যদি কিছু দিতে চাও॥

আরো পড়ুন:  আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে

Leave a Comment

error: Content is protected !!